#কলকাতা: বেশ কয়েক সপ্তাহ ধরেই শীত কমে গরম এসেছে শহরে ৷ গোটা রাজ্য জুড়েই প্রায় গায়েব শীত ! কিন্তু শনিবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে ৷ এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি ৷ যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম ৷ সপ্তাহান্তে ফিরল শীতের আমেজ ৷ উত্তুরে হাওয়ার জেরে স্বাভাবিকের নীচে পারদ ৷ তবে আগামিকাল থেকে ফের বাড়বে তাপমাত্রা ৷
বঙ্গোপসাগরে ফের বিপরীত ঘূর্ণাবর্ত ৷ এর ফলে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে ৷ তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই জানিয়েছে হাওয়া অফিস ৷ রবিবার রাত থেকেই ফের গরম বেড়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।