Home /News /kolkata /
আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে তাপমাত্রা, তবে কী ফিরছে শীত ?

আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে তাপমাত্রা, তবে কী ফিরছে শীত ?

File Photo

File Photo

বসন্তের হাওয়ার সঙ্গে ফিরছে শীত ৷ আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে তাপমাত্রা ৷ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ৷

 • Share this:

  #কলকাতা: বসন্তের হাওয়ার সঙ্গে ফিরছে শীত ৷ আগামী ২৪ ঘণ্টায় কমতে পারে তাপমাত্রা ৷ আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ৷ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১০.২ ডিগ্রি ৷ স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ৷

  সপ্তাহান্তে ফের নামতে পারে পারদ। পশ্চিমি ঝঞ্ঝার জেরে জম্মু-কাশ্মীর, হিমাচলে তুষারপাত ৷ তুষারপাতের জন্য শীতল উত্তুরে হাওয়া বইতে পারে এ রাজ্যেও ৷ উত্তর ভারতে তুষারপাতের জেরে, তাপমাত্রা কমবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার থেকে তাপমাত্রা পারদ নামবে ৷ আজও উত্তরের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

  অন্যদিকে আজও কুয়াশা ডুয়ার্সে। কুয়াশাচ্ছন্ন জাতীয় সড়ক ও রেল লাইন। দৃশ্যমানতা কম থাকায় দেওমালিতে দুর্ঘটনা। জখম লরির চালক ও খালাসি। গতকাল রাতে ভুটান সীমান্তে বৃষ্টির জেরে ঠান্ডার অনুভূতি বেড়েছে ৷ কুয়াশাচ্ছন্ন জাতীয় সড়ক রেল লাইন ৷

  First published:

  Tags: Cold wave, Kolkata Weather Forecast, Rainfall

  পরবর্তী খবর