#কলকাতা: টানা চব্বিশ ঘণ্টা লাগাতার বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ায় দক্ষিণবঙ্গের জনজীবন বিপর্যস্ত। হাওয়া অফিসের পূর্বাভাস, দুর্যোগ চলবে আজও। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপ কিছুটা পশ্চিমে সরবে। ফলে আজ থেকে ভোগান্তি বেশি হবে বিশেষত পশ্চিমের জেলাগুলিতে। মুখ্যমন্ত্রীর নির্দেশে জলসম্পদ ভবনে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি নিম্নচাপ আরও গভীর হয়েছে। তার ফলে রবিবার থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া পরিস্থিতি আরও খারাপ করেছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস,
- কলকাতা-সহ সংলগ্ন জেলায় বৃষ্টি - কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি - ৪০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
তবে মঙ্গলবার থেকে কলকাতা ও সংলগ্ন এলাকার পরিস্থিতির কিছুটা উন্নতি হবে।
- গভীর নিম্নচাপ কিছুটা পশ্চিমে সরবে - তার ফলে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি
দক্ষিণবঙ্গের পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে জলসম্পদ ভবনে কন্ট্রোলরুম খোলা হয়েছে।
- ২ চব্বিশ পরগনা ও ২ মেদিনীপুরে বৃষ্টি - বৃষ্টি হাওড়া ও হুগলিতেও - জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স - প্রয়োজনীয় পদক্ষের নেওয়ার নির্দেশ সেচমন্ত্রীর প্রতিবেশী রাজ্য থেকে আসা জলে পরিস্থিতি যাতে আরও খারাপ না হয়, সেদিকেও নজর রাখছে রাজ্য।
মঙ্গলবার দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heavy Rainfall, Kolkata Weather Forecast, Weather Updates