• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিতে ভাসতে পারে শহর !

আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিতে ভাসতে পারে শহর !

Representational Image

Representational Image

আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ৷ সকাল থেকে আকাশের মুখ ভাড় ৷ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় ৷

 • Share this:

  #কলকাতা: পুজোর বাকি আর আট দিন ৷ গোটা শহর, রাজ্য জুড়ে পুজোর সাজ সাজ রব ৷ প্যান্ডেলে প্যান্ডেলে লাস্ট মিনিটের সাজ ৷ শপিং মলেও উপচে পড়া ভিড় ৷ সবাই সেরে ফেলেছেন লাস্ট মিনিটের শপিং ৷ কিন্তু এরই মাঝে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল পুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

  আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান ৷ সকাল থেকে আকাশের মুখ ভাড় ৷ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় ৷ দক্ষিণবঙ্গে জোড়া ঘূর্ণাবর্তে সক্রিয় মৌসুমী অক্ষরেখা ৷ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ আরও একটি ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে ৷ ঘূর্ণাবর্ত বাংলা ও ওড়িশা উপকূলে বিস্তৃত ৷ তার জেরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

  First published: