#কলকাতা: পুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা ৷ ১১-১৪ অক্টোবর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ ৮ অক্টোবর থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে ৷ কলকাতা-সহ উপকূলের জেলায় বৃষ্টির পূর্বাভাস ৷
আরও পড়ুন: বোলারদের পর ব্যাটসম্যানরাও ব্যর্থ, ভারতের রানের পাহাড়ের চাপে বেকায়দায় ওয়েস্ট ইন্ডিজ
নিম্নচাপের জেরে ঘূর্ণিঝড় ও প্রবল বর্ষণ হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় ৷ এর কতটা প্রভাব পড়তে চলেছে দুর্গা পুজোয় তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে ৷ এখন দ্বিতীয়, তৃতীয়া থেকে ঠাকুর দেখতে শুরু করে দেয় অনেকেই ৷ বৃষ্টির জেরে তা মাটি হয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন: ২৮ হাজার ক্লাবকে পুজোর অনুদানে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
অনেকে আবার মনে করছেন পুজোর আগে বৃষ্টি হয়ে যাওয়ায় ভালো ৷ তাহলে সপ্তমী থেকে দশমী নিশ্চিন্তে কাটানো যাবে ৷ এরই মাঝে স্বস্তির বার্তা নিয়ে এল আবহাওয়া দফতর ৷ বাংলা থেকে বর্ষা বিদায় ৷ নির্ধারিত সময়ের আগেই বর্ষা বিদায় ৷ ১০ অক্টোবর স্বাভাবিক নিয়মে বর্ষা বিদায় ৷ মৌসুমি বায়ু রাজ্য থেকে সরে যাওয়ায় বর্ষা বিদায় ৷
আরও পড়ুন: টাকার সর্বকালীন রেকর্ড পতন, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।