#কলকাতা: বাড়ছে গরম ৷ গরমে হাসফাঁস গোটা দক্ষিণবঙ্গ ৷ এপ্রিল প্রথম সপ্তাহ থেকেই পারদ চড়ছে ৷ তীব্র গরমে পুড়ছে শহর ৷ তবে দক্ষিণবঙ্গের জন্য কোনও সুখবর নেই হাওয়া অফিসে। বিক্ষিপ্ত মেঘ থাকলেও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর ৷ বাতাসে আদ্রর্তার পরিমাণ থাকবে বেশি ৷ তার জেরেই অস্বস্তিকর আবহাওয়া বহাল থাকবে ৷
আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস ৷ তবে তাপমাত্রা আরও বাড়বে বলে জানানো হয়েছে ৷ পশ্চিমী শুষ্ক গরম হাওয়া ঢোকার জের, গরমে অস্বস্তি বাড়বে রাজ্যবাসীর ৷ তবে উত্তরবঙ্গে আংশিক বৃষ্টি হতে পারে ৷ আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭.৩ ডিগ্রির কাছাকাছি ৷
তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। ভ্যাপসা গরম আর গরম হাওয়ার দাপটে প্রাণ ওষ্ঠাগত মানুষের। আপাতত এই পরিস্থিতি বদলের কোনও সম্ভাবনা নেই। খুব প্রয়োজন ছাড়া দুপুরের দিকে রাস্তায় না বেরোনোর পরামর্শ আলিপুর আবহাওয়া দফতরের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengali News, Heat Wave, Kolkata Weather Forecast, Rain, Summer