• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • গরমে নাহেজাল পরিবহণকর্মীরা, একটানা কাজে বাড়ছে অসুস্থতা

গরমে নাহেজাল পরিবহণকর্মীরা, একটানা কাজে বাড়ছে অসুস্থতা

Photo: Kolkata Transport

Photo: Kolkata Transport

 • Share this:

  #কলকাতা: বর্ষায় গরমের দাপটে নাজেহাল পরিবহণকর্মীরা। একটানা ডিউটি করতে গিয়ে গলদঘর্ম চালক, কন্ডাক্টর, খালাসিরা। হাঁসফাঁস গরমে গামছা আর হাতপাখাই তাঁদের ভরসা। ডিউটিতে এসে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। বাধ্য হচ্ছেন ছুটি নিতে।

  তাতে সমস্যা বেড়েছে বাসমালিকদের। বাস চালানোর জন্য যথেষ্ট সংখ্যক চালক থাকছেন না। কন্ডাক্টর ও খালাসিরা ছুটিতে থাকলে সমস্যা আরও বাড়ছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের সর্বত্রই ধরা পড়ল এই ছবি।

  First published: