#কলকাতা: শিল্পী যখন নিজেই 'থিম'। নাম অশোক গুপ্ত। একসময় একটানা প্রতিমা গড়েছেন জগৎ মুখার্জি পার্কে। প্রতিবারই সমসাময়িক। প্রত্যেকবার নতুন নতুন রূপ দিয়েছেন প্রতিমার। শিল্পী অশোক গুপ্তই এবার থিম। জগৎ মুখার্জি পার্কে।শিল্পী অশোক গুপ্তকে বাংলার প্রথম থিম-শিল্পী বললেও কিছু ভুল হয় না। ১৯৫৯ সাল। খাদ্য আন্দোলন দেখে ফেলেছে বাংলা। দেখেছে ৩১ অগাস্টের শহিদদের। সেবারের পুজোয় প্রথমবার চমক দিলেন তিনি। খাদ্য আন্দোলনের প্রেক্ষাপটে গড়লেন দুর্গা। ফ্ল্যাট-ক্যানভাসে রিলিফ ওয়ার্কের কাজ। ভারতীয় ঘরানার পেইন্টিং যেন। প্রবলভাবে অবন ঠাকুর, নন্দলাল বসুর স্টাইল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: durga-puja-2020