#কলকাতা: শিল্পী যখন নিজেই 'থিম'। নাম অশোক গুপ্ত। একসময় একটানা প্রতিমা গড়েছেন জগৎ মুখার্জি পার্কে। প্রতিবারই সমসাময়িক। প্রত্যেকবার নতুন নতুন রূপ দিয়েছেন প্রতিমার। শিল্পী অশোক গুপ্তই এবার থিম। জগৎ মুখার্জি পার্কে। শিল্পী অশোক গুপ্তকে বাংলার প্রথম থিম-শিল্পী বললেও কিছু ভুল হয় না। ১৯৫৯ সাল। খাদ্য আন্দোলন দেখে ফেলেছে বাংলা। দেখেছে ৩১ অগাস্টের শহিদদের। সেবারের পুজোয় প্রথমবার চমক দিলেন তিনি। খাদ্য আন্দোলনের প্রেক্ষাপটে গড়লেন দুর্গা। ফ্ল্যাট-ক্যানভাসে রিলিফ ওয়ার্কের কাজ। ভারতীয় ঘরানার পেইন্টিং যেন। প্রবলভাবে অবন ঠাকুর, নন্দলাল বসুর স্টাইল। সময় যত গড়িয়েছে, ততই তাঁর প্রতিমার মঞ্চ হয়েছে আধুনিকতর ক্যানভাস। রিলিফের কাজে এসেছে একের পর এক বৈচিত্র। প্রতিমা হয়েছে কখনও ইজিপশিয়ন ঘরানার কখনও বৌদ্ধ আঙ্গিকে। আলোচিত যেমন হয়েছেন। তীব্র সমালোচনাও সহ্য করতে হয়েছে। টাউন হল ভাঙা থেকে চিন-ভারত সংঘাত কিছুই বাদ যায়নি। শিল্পী অশোক গুপ্তর সঙ্গে আধুনিক হয়েছে বাংলার দুর্গা। জগৎ মুখার্জি পার্কে এবারের থিম শিল্পী অশোক গুপ্ত। ছাত্রদের শ্রদ্ধাঞ্জলি মাস্টারমশাইকে। ট্রিবিউট বাংলার এক প্রতিমা শিল্পীকে।