Home /News /kolkata /
কুয়াশা সরে আকাশ পরিষ্কার, কলকাতার তাপমাত্রা ফের নামল ১২ ডিগ্রির নীচে !

কুয়াশা সরে আকাশ পরিষ্কার, কলকাতার তাপমাত্রা ফের নামল ১২ ডিগ্রির নীচে !

File Photo

File Photo

কুয়াশা সরে আকাশ পরিষ্কার শহর কলকাতার ৷ এর জেরে ফের নামল তাপমাত্রার পারদ ৷

 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: বেশ ক’দিন পর কুয়াশা সরে আকাশ পরিষ্কার শহর কলকাতার ৷ এর জেরে ফের নামল তাপমাত্রার পারদ ৷ কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস ৷  আজও ঘন কুয়াশা মালদহ ও দুই দিনাজপুরে ৷ রাজ্যের পাঁচ জেলায় ‘কোল্ড ডে’-র পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ নদিয়া, মুর্শিদাবাদ, মালদহের পাশাপাশি কোল্ড ডে-র সতর্কতা দুই দিনাজপুরেও ৷

  ঘূর্ণাবর্ত সরতেই কমেছে জলীয়বাষ্প ৷ এর ফলে উত্তুরে হাওয়ার দাপট অব্যাহত ৷ আগামী ৪৮ ঘণ্টায় ভালমতোই শীতের আমেজ পাওয়া যাবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷  জম্মু কাশ্মীরে ফের ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা ৷ তার জেরে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনাও রয়েছে ৷

  এদিকে ঘন কুয়াশায় ঢাকা গোটা শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলা ৷ এর জেরে জাতীয়-রাজ্য সড়কে গাড়ির গতি কমেছে ৷ দুর্ঘটনা এড়াতে আলো জ্বালিয়ে চলছে সব গাড়ি ৷ আজ শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াস ৷ উত্তুরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে শিলিগুড়িতে ৷

  ঘন কুয়াশার জেরে ব্যাহত  ট্রেন চলাচলও ৷  দেড় ঘণ্টা দেরিতে চলছে আপ দার্জিলিং মেল এবং  আপ পদাতিক এক্সপ্রেস ৷ ২ ঘণ্টা দেরিতে চলছে আপ অনন্তবিহার এক্সপ্রেস ৷ এনজেপিতে দেরিতে পৌঁছয় আপ কামরূপ এক্সপ্রেস ৷ দেরিতে ঢুকেছে আপ উত্তরবঙ্গ এক্সপ্রেস,  আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেসও ৷ ৪ ঘণ্টা দেরিতে চলছে ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ৷ ২ ঘণ্টা দেরিতে চলছে ডাউন অবধ-অসম এক্সপ্রেস ৷ ১৫ ঘণ্টা দেরিতে চলছে ডাউন সরাইঘাট এক্সপ্রেস ৷

  First published:

  Tags: Alipore Weather Report, Fog, Kolkata Weather, North Bengal Weather, West Bengal Weather