#কলকাতা: মাঝে বেশ কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস থাকলেও শহরবাসীর জন্য ফের খারাপ খবর আবহাওয়া দফতরের ৷ আপাতত কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জায়গায় বৃষ্টি কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ এর ফলে বাড়বে তাপমাত্রা ৷
তাপমাত্রা এখনও পর্যন্ত ৪০ ডিগ্রি একবার ছুঁলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অত্যন্ত বেশি ৷ এর ফলে গুমোট গরমে স্বভাবতই বিরক্ত শহরবাসী ৷
আজ, শুক্রবার কলকাতার তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রির আশাপাশে ৷ সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও ৷ জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷