• Home
  • »
  • News
  • »
  • kolkata
  • »
  • কলকাতার মেয়ের সুরের জাদুতে মুগ্ধ সুর-সম্রাজ্ঞী লতা, কে এই সমদীপ্তা? জেনে নিন পরিচয়

কলকাতার মেয়ের সুরের জাদুতে মুগ্ধ সুর-সম্রাজ্ঞী লতা, কে এই সমদীপ্তা? জেনে নিন পরিচয়

ওয়ার্ল্ড মিউজিক ডে-তে খানিকটা শখ করেই অস্ট্রিয়ান সঙ্গীত পরিচালক উলফবার্গ মোৎজার্টের ৪০ নম্বর সিম্ফনি ভারতীয় সরগমে গেয়ে ভিডিও পোস্ট করেন কলকাতার সমদীপ্তা মুখোপাধ্যায়। সেই ভিডিও চোখে পড়ে সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের।

ওয়ার্ল্ড মিউজিক ডে-তে খানিকটা শখ করেই অস্ট্রিয়ান সঙ্গীত পরিচালক উলফবার্গ মোৎজার্টের ৪০ নম্বর সিম্ফনি ভারতীয় সরগমে গেয়ে ভিডিও পোস্ট করেন কলকাতার সমদীপ্তা মুখোপাধ্যায়। সেই ভিডিও চোখে পড়ে সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের।

ওয়ার্ল্ড মিউজিক ডে-তে খানিকটা শখ করেই অস্ট্রিয়ান সঙ্গীত পরিচালক উলফবার্গ মোৎজার্টের ৪০ নম্বর সিম্ফনি ভারতীয় সরগমে গেয়ে ভিডিও পোস্ট করেন কলকাতার সমদীপ্তা মুখোপাধ্যায়। সেই ভিডিও চোখে পড়ে সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের।

  • Share this:

#কলকাতা: সোমবার থেকে ফোনে শুভেচ্ছার বন্যা। মঙ্গল সকালেও প্রসঙ্গটা উঠলেই গলা বুজে যাচ্ছে আবেগে। বেহালার অক্সিটাউনের মিমি। চার বছর বয়স থেকে গান শেখার শুরু। ওয়ার্ল্ড মিউজিক ডে-তে খানিকটা শখ করেই অস্ট্রিয়ান সঙ্গীত পরিচালক উলফবার্গ মোৎজার্টের ৪০ নম্বর সিম্ফনি ভারতীয় সরগমে গেয়ে ভিডিও পোস্ট করেন কলকাতার সমদীপ্তা মুখোপাধ্যায়। সেই ভিডিও চোখে পড়ে সুর-সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের।

কলকাতার বেহালার মেয়ের গানের প্রশংসা করে ট‍্যুইট করেন লতা মঙ্গেশকর। বাকিটা ইতিহাস। মুহূর্তে লক্ষ লক্ষ ভিউ। হাজার হাজার শেয়ার। সোশ্যাল নেটওয়ার্কে ভাইরাল সমদীপ্তার গানের ভিডিও। প্রসঙ্গ উঠলেই অক্সিটাউনের মুখোপাধ্যায় বাড়ির মেয়ে বলেছেন,"ভাবতেই পারছি না! লতাজি আমার গান শুনেছেন বিশ্বাসই হচ্ছে না! আমার কাছে এটা কল্পনার বাইরে। ওনা-কে ধন্যবাদ জানানোর জন্য কোন শব্দই যথেষ্ট নয়। আমি কৃতজ্ঞ। ওনা-কে প্রণাম জানাই।" সমদীপ্তার বাবা সঞ্জয় মুখোপাধ্যায় ও মা তাপসী মুখোপাধ্যায়ও উচ্ছ্বসিত। বলছিলেন," ছোটবেলা থেকে আঁকা আর গানের পাশাপাশি লেখালেখিতেও সমান ঝোঁক ছিল। এভাবেই যেন মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে এগিয়ে যেতে পারে আমাদের মিমি। এর বেশি আর কী বা চাই!"

বর্তমানে বেঙ্গল মিউজিক কলেজ থেকে সংগীতের ওপর মাস্টার ডিগ্রি করছেন যোগমায়া দেবী কলেজের প্রাক্তনী। স্মরজিত গুহ রায় থেকে শুভমিতা বন্দ্যোপাধ্যায়। গানের তালিম পেয়েছেন অনেকের কাছেই। তবে বিটোফোন, মোৎজার্টে আগ্রহ দেবজ্যোতি মিশ্রর সংস্পর্শে আসার পরে। "লতাজির প্রশংসা আমার সারা জীবনের অনুপ্রেরণা!" বলছিলেন সমদীপ্তা। ভবিষ্যতে সঙ্গীতের ওপর অধ্যাপনাই পাখির চোখ অক্সিটাউনের মিমির। স্বপ্ন কখনও থেমে থাকে না। সমদীপ্তার দু'চোখেও অন্তহীন স্বপ্ন। সুর-সম্রাজ্ঞীর প্রশংসা সেই স্বপ্নের সোপান। সঙ্গীতের সুরেলা পথ চলায় এভাবেই এগিয়ে যেতে চান লতা মঙ্গেশকরের আশীর্বাদ ধন্য কলকাতার মেয়েটা।

PARADIP GHOSH 

Published by:Siddhartha Sarkar
First published: