Home /News /kolkata /

স্কুলের শিক্ষক-শিক্ষিকা নাকি জঙ্গি! ভুয়ো অভিযোগ নিয়ে নবান্ন ও স্কুলে পৌঁছল চিঠি

স্কুলের শিক্ষক-শিক্ষিকা নাকি জঙ্গি! ভুয়ো অভিযোগ নিয়ে নবান্ন ও স্কুলে পৌঁছল চিঠি

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

 • Share this:

  #কলকাতা: খাস কলকাতার স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে জঙ্গিযোগের অভিযোগ। নবান্ন, থানা, শিক্ষা দফতর সহ একাধিক জায়গায় বেনামী চিঠি শিক্ষকদের বিরুদ্ধে। চক্রান্তের অভিযোগে সরব খিদিরপুর অ্যাকাডেমির শিক্ষকরা।

  জঙ্গিযোগের অভিযোগ তুলে শিক্ষকদের বিরুদ্ধে চিঠি। একবার নয়, ২০১৩ সাল থেকে বারবার একই ঘটনা। খিদিরপুর অ্যাকাডেমির শিক্ষকদের বিরুদ্ধে জেএমবি, আইএস যোগের অভিযোগ তুলে চিঠি পৌঁছচ্ছে নবান্ন, থানা, শিক্ষা দফতর সহ একাধিক জায়গায়। খিদিরপুর অ্যাকাডেমিতে ১৫ জন শিক্ষক, তার মধ্যে ১৩ জনের বিরুদ্ধেই জঙ্গিযোগের অভিযোগ। তবে কোনও ক্ষেত্রেই অভিযোগ প্রমাণিত হয়নি বলে দাবি শিক্ষকদের।

  খিদিরপুর অ্যাকাডেমির শিক্ষক শেখ মহম্মদ সালেহিন। অসুস্থ আত্মীয়কে দেখতে মাঝেমধ্যেই বাংলাদেশে যাতায়াত করেন। সম্প্রতি তাঁর বিরুদ্ধেও বাংলাদেশের জামাত-উল-মুজাহিদিন যোগের অভিযোগে চিঠি আসে।

  জিজ্ঞাসাবাদ করতে স্কুলেই হাজির হচ্ছে তদন্তকারী দল। কখনও বা থানায় ডেকে পাঠান হচ্ছে শিক্ষকদের। হয়রানির শিকার খিদিরপুর অ্যাকাডেমির শিক্ষকরা। থানায় অভিযোগ দায়ের হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।ভুয়ো চিঠির জেরে স্কুলের পঠনপাঠনেও বিস্তর ক্ষতি হচ্ছে। অথচ বেনামী অভিযোগকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ঘটনার উপযুক্ত তদন্তের দাবি খিদিরপুর অ্যাকাডেমির শিক্ষক ও পড়ুয়াদের।

  First published:

  Tags: False Allegation, False complain, Kolkata School Teacher, Terror Link, Terrorist

  পরবর্তী খবর