হোম /খবর /কলকাতা /
‘NO ENTRY’ নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে হাইকোর্টে পুজো উদ্যোক্তারা

‘NO ENTRY’ নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে হাইকোর্টে পুজো উদ্যোক্তারা, শুনানি বুধবার

File Photo

File Photo

মঙ্গলবার হাইকোর্টে আর্জি জানায় ফোরাম ফর দুর্গোৎসব ৷ ফোরামের সঙ্গে প্রায় ৪০০ ছোট-বড় পুজো যুক্ত বলে দাবি উদ্যোক্তাদের ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: পুজো-রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে হাইকোর্টে উদ্যোক্তারা। মণ্ডপে নো-এন্ট্রির নির্দেশ পুনর্বিবেচনার আর্জি ফোরাম ফর দুর্গোৎসব-সহ একাধিক পুজো কমিটির। আগামিকাল, বুধবার হবে শুনানি।

তৃতীয়ায় রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে দর্শনার্থীদের ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে কলকাতা হাইকোর্ট। ছোট মণ্ডপের ক্ষেত্রে পাঁচ মিটার এবং বড় মণ্ডপের ক্ষেত্রে দশ মিটার দূর পর্যন্ত নো এন্ট্রি করারও নির্দেশ দেয় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। এই পুজো-রায় পুনর্বিবেচনার আরজি জানিয়ে, চতুর্থীতেই হাইকোর্টের দ্বারস্থ পুজো উদ্যোক্তারা।

মঙ্গলবার হাইকোর্টে আর্জি জানায় ফোরাম ফর দুর্গোৎসব ৷ ফোরামের সঙ্গে প্রায় ৪০০ ছোট-বড় পুজো যুক্ত বলে দাবি উদ্যোক্তাদের ৷ এর পাশাপাশি সুরুচি সংঘ-সহ ৫টি বড় পুজো কমিটিও একই আর্জি জানায় ৷ বুধবার বিচারপতি সঞ্জীব বন্দ্য়োপাধ্যায়ের বেঞ্চেই মামলার শুনানি হবে ৷

সোমবার হাইকোর্টের পুজো-রায়ের পরে হতাশা চেপে রাখেনি বেশিরভাগ পুজো সংগঠন। শেষ মুহূর্তে এই রায়ের কারণে নানা সমস্যার কথাও তুলে ধরেন উদ্যোক্তারা।

করোনাকালে হাইকোর্টের এই রায়কে অবশ্য় স্বাগত জানান চিকিৎসক ও নাগরিক সমাজের একটা বড় অংশ। পঞ্চমীর বুধে, হাইকোর্টে পুজোর জল কোনদিকে গড়ায় সেদিকেই তাকিয়ে উদ্যোক্তা, দর্শক ও চিকিৎসক মহল।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Durga Puja 2020, Kolkata