Photo Credit: Anti-China protests held in Kolkata used the wrong map to represent China | Image credit: Twitter/Getty Images
#কলকাতা: ‘বিজ্ঞানে অজ্ঞান, ভূগোলেতে গোল...’ ছোটবেলায় অনেকেই এই কথা শুনেছেন। কিন্তু সেই ভৌগলিক জ্ঞানের করুণ অবস্থা চোখে পড়ল কলকাতাতেই এক চিন বিরোধী মিছিলে। যেখানে সব ছিল। স্লোগান, পোস্টার, ব্যনার। কিন্তু একটি মারাত্মক ভুল করে বসেছিলেন আয়োজকরা। ব্যানারে চিনের মানচিত্রের বদলে তাঁরা ছাপিয়ে এনেছিলেন আমেরিকার মানচিত্র।
BJP activists in Kolkata protest against China with the map of USA as China's on their flex. Bhakts, I tell you!!pic.twitter.com/TzNvsnloZN
— Mayukh Biswas (@MayukhDuke) June 24, 2020
আর সেই ছবিই ছেয়ে গিয়েছে ইন্টারনেটে। দেশপ্রেমকে সম্মান করলেও ভূগোলের জ্ঞানে এমন ফেল মেরে যাবেন প্রতিবাদীরা, তা কে জানত!
The bunch of clowns first protested in Asansol against Chinese PM 'Kim Jong Un', now they're having a boycott China protest in Kolkata with the map of USA. pic.twitter.com/MFwLPzimTa
— Md Salim (@salimdotcomrade) June 23, 2020
কিন্তু সেই মুহূর্তের ভুলেই ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর হাসির খোরাক হতে বাকি থাকেনি কিছুই। সিপিআই (এম)–এর ছাত্র সংগঠন এসএফআই–এর নেতা ময়ুখ বিশ্বাস দাবি করেছেন, যাঁরা এই মিছিলের আয়োজন করেছিলেন তাঁরা বিজেপির সমর্থক।
I think people in #India have some issues with geography. In a protest that happened in Kolkata last Friday, protesters used the map of United States (!) to represent #China!
Photo: Sumit Sanyal/SOPA Images/LightRocket/Getty Images pic.twitter.com/hj1dw5pyMP — Carlos Latuff (@LatuffCartoons) June 21, 2020
একই ভাবে ট্যুইট করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। তিনি মনে করিয়ে দিয়েছেন, কীভাবে কিম জং উনকে চিনের শাসক ভেবে তাঁর কুশপুতুল দাহ করেছিল বিজেপি। এবার তাঁর দাবি সেই দলই আমেরিকার ম্যাপ চিনের ম্যাপ ভেবে দিব্যি প্রতিবাদ করে গেল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: China, China- India