#সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, কলকাতা: মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে৷ তাই বুধবার সকালেই প্রয়াত শিল্পী কেকে-র দেহের ময়নাতদন্ত করা হবে৷ হৃদরোগে আক্রান্ত হয়েই কেকে-র মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করছেন চিকিৎসকরা৷ তবে মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হতেই ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷
আজ সকালেই কলকাতায় এসে পৌঁছবেন কেকে-র স্ত্রী, পুত্র সহ পরিবারের সদস্যরা৷ সম্ভবত তাঁদের সঙ্গে কথা বলেই ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হবে৷
আরও পড়ুন: বিতর্ক, পার্টি থেকে দূরে থাকতেন! শৃঙ্খলাপরায়ণ কেকে-র পরিণতিতে হতবাক শিল্পীরা
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে নজরুল মঞ্চে অনুষ্ঠানের পর থেকেই অসুস্থ বোধ করেন শিল্পী৷ হোটেলে পৌঁছনোর পর তিনি বমিও করেন বলে খবর৷ সংজ্ঞাহীন হয়ে পড়ে গিয়েছিলেন, এমনটাও শোনা যাচ্ছে৷ তবে এসবই অসমর্থিত সূত্রের খবর৷ হাসপাতালে নিয়ে আসার আগে পথেই শিল্পীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ ফলে মৃত্যুর প্রকৃত কারণ জানতেই ময়নাতদন্ত করা প্রয়োজন বলে মনে করছে পুলিশ৷
অসুস্থ হওয়ার পর হোটেল থেকে শিল্পীকে একবালপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন৷ আজ রাতে সম্ভবত হাসপাতালেই শায়িত থাকবে কেকে-র দেহ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: KK