#কলকাতা:বুধবার সকালে শহরে থাকছে বিপুল পরিমানে পুলিশ। এদিন শহরে থাকছে চার হাজার পুলিশ। এদিনের নজরদারি থাকছে শহরের পঁয়ত্রিশটি জায়গায়। এতিন বিশেষভাবে নজর থাকছে অফিস এলাকা,রেল স্টেশন, শপিং মল,বাজার, বাস স্টপ সহ একাধিক এলাকায়। এদিন বিশেষভাবে নজর থাকছে শহরের যেখানে বেশি লোকের আনাগোনা। পুলিশ কর্তাদের বুধবার দেখা যাবে রাস্তায়। এদিনের বনধে বিশেষভাবে নজর রাখা হবে লালবাজারের কন্ট্রোল রুমে। এদিন থাকবে তিনশো টি পুলিশ পিকেট। পুলিশের পিসিআর ভ্যান থাকছে সাতাশটি। হাইলি রেডিও ফ্লাইং স্কোয়ার থাকছে বাইশটি।লালবাজারের তরফে সমস্ত অফিসারের জানানো হয়েছে জোর করে কোন রাস্তা বন্ধ করে জনজীবনে অসুবিধা করা যাবে না। এদিন কোন অসুবিধা হলেই দ্রুত ব্যাবস্থা নিতে হবে। এদিন কোন খবর পেলেই পৌঁছাতে হবে ঘটনাস্থলে। ভোর পাঁচটা থেকে শহরে থাকছে পুলিশ, যাতে বনধ শুরু হবার আগেই ভরসা থাকে শহরবাসীর। কারন বনধের দিনেও শহরে আসতে হবে অফিস যাত্রীদের।
Published by:Simli Raha
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।