Home /News /kolkata /
#MeToo: মেয়েদের পাশে দাঁড়াতে এগিয়ে এল কলকাতা পুলিশও

#MeToo: মেয়েদের পাশে দাঁড়াতে এগিয়ে এল কলকাতা পুলিশও

Kolkata Police

Kolkata Police

#MeToo: মেয়েদের পাশে দাঁড়াতে এগিয়ে এল কলকাতা পুলিশও

 • Share this:

  #কলকাতা: #MeToo ঝড়ে সামিল কলকাতা পুলিশও ৷ টালি থেকে টরেন্টো, লন্ডন থেকে নয়াদিল্লি ৷ কিংবা নিউইয়র্ক, ব্রাজিল, বেঙ্গালুরু, বেলজিয়াম, গুজরাট ৷ সোশ্যাল মিডিয়া জুড়ে আমিও-এর গল্প ৷ যৌন নিগ্রহের অপমানের ঠোঁট চাপা গল্পে ফেসবুকের দেওয়ালে সরব ৷ স্টেটাসে দৌড়চ্ছে #metoo প্রতিবাদ ৷ প্রায় প্রত্যেকে মহিলাই তাঁদের ফেসবুকে নিশ্চুপে লিখে যাচ্ছেন নিজের অভিজ্ঞতার গল্প ৷ তবে স্পষ্ট নয়, শুধু হ্যাশট্যাগে #metoo ৷ এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্ট, সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ দেশ-বিদেশের গণ্ডী ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে প্রতিবাদের ঝড় !

  এই নজিরবিহীন প্রতিবাদে প্রকাশ্যে সমস্ত অনুচ্চারিত অপরাধ, অপমান, হেনস্থার বাস্তব কাহিনী ৷ জীবনের কোনও না কোনও সময় যৌন হেনস্থার শিকার হয়েছেন এমন মহিলার সংখ্যাটা দেখে চোখ কপালে ওঠার যোগাড় ৷ তালিকায় রয়েছেন কলকাতার বহু বাসিন্দাও ৷ এই তথ্যে সামনে আসতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুলিশ ৷

  কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে শহরের মেয়েদের উদ্দেশ্যে জানিয়েছে,

  ‘আপনাদের সুরক্ষার জন্য আমরা সবসময় রয়েছে ৷ যেকোনও রকম পরিস্থিতিতে আমাদের পাশে পাবেন ৷ যৌন হেনস্থা বা নিগ্রহের মতো কোনও ঘটনা ঘটলে আমাদের জানান ৷ আমাদের অফিসাররা আপনার সমস্ত অভিযোগ শুনবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেবে ৷ আপনারা মনের জোর রেখে, মুখ বুঝে এই অত্যাচার সহ্য না করে প্রতিবাদ করেন ৷ আমাদের কাছে এসে আপনার অভিযোগ জানান ৷’

  একইসঙ্গে কলকাতা পুলিশ শহরের পুরুষদের কাছেও একটি আবেদন রেখেছে ৷ তাদের মতে, যৌন হেনস্থা সম্পূর্ণ রূপে প্রতিরোধ করতে এগিয়ে আসতে হবে শহরের পুরুষদেরও ৷ সম্প্রতি কলকাতা পুলিশ এই লক্ষ্যে ছেলেদের স্কুলে ‘ডিয়ার বয়েজ’ নামে একটি ক্যাম্পেন লঞ্চ করেছে ৷

  First published:

  Tags: #metoo, #metoo campaign, Kolkata Police, Sexual harrasment

  পরবর্তী খবর