#কলকাতা: ব্যাঙ্ক জালিয়াতিতে নাজেহাল মানুষ৷ এটিএম-এ স্কিমিং পদ্ধতিতে টাকা তুলে নিচ্ছেন জালিয়াতরা৷ সম্প্রতি দুই রোমানিয়ানের কীর্তিতে রীতিমতো উদ্বেগে শহরবাসী৷ এহেন পরিস্থিতিতে জনগণকে সতর্ক করার অনবদ্য উদ্যোগ নিল কলকাতা পুলিশ৷
আরও পড়ুন: ৩০০টি ATM কার্ড স্কিমিং-এর শিকার, ব্লক করা হল কার্ডগুলো
কলকাতা পুলিশ তাদের ফেসবুক পেজে সম্প্রতি একটি ভিডিয়ো পোস্ট করেছেন৷ ওই ভিডিয়োয় ভুয়ো ফোন থেকে বাঁচার উপায় থেকে শুরু করে এটিএম কার্ডের সুরক্ষা নিয়ে যাবতীয় তথ্য ও পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ৷ কলকাতা পুলিশ তাঁদের ৪ মিনিটের এই ভিডিয়োয় জানিয়েছে, কী ভাবে ব্যাঙ্ক জালিয়াতির হাত থেকে রক্ষা পাওয়া যায়৷ গুরুত্বপূর্ণ পরামর্শগুলির সেই ভিডিয়ো রইল আপনাদের জন্য৷
রইল সেই ভিডিয়ো--
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ATM Cheating, Bank Fraud, Kolkata Police