# কলকাতা : ফের তিলোত্তমায় মানবিকতার নজির তৈরি করল কলকাতা পুলিশ| বাসের মধ্যে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে দ্রুত হাসপাতালে পৌঁছে প্রাণ বাঁচালেন তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী |
ট্রাফিক সূত্রে খবর, শনিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটে সায়েন্স সিটি কাছে| একটি মিনিবাসের থেকে যাত্রীদের চিৎকার শোনা যায় | বাসটি বিবাদীবাগ থেকে গড়িয়ার দিকে যাচ্ছিল| ই এম বাইপাস হয়ে বাসটি রুবির দিকে যাচ্ছিল | আচমকা বাসের যাত্রীরা চিৎকার করতে থাকেন | ছুটে যান তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী ও সার্জেন্ট রথীন লায়েক |
বাসে উঠে তাঁরা দেখেন ভিড়ে ঠাসা বাসের মধ্যে বছর বিয়ালিশের এক ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েছেন | মুখ থেকে রক্ত বেরোচ্ছে | সঙ্গে সঙ্গে এক মুহূর্ত সময় অতিবাহিত না করে তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তী যাত্রী সমেত বাসটিকে এসকর্ট করে গ্রীন করিডর করে ছয় মিনিটের মধ্যে নিয়ে যান রুবি হাসপাতালে | সেখানে গিয়ে তাঁকে ভর্তি করানো হয় | বর্তমানে তাঁর চিকিৎসা চলছে ৷
ট্রাফিক পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির নাম জামিল আখতার| পঞ্চান্ন গ্রামের বাসিন্দা | তাঁর বাড়ির আত্মীয়দের খবর দেওয়া হয়েছে | ট্রাফিক পুলিশের এই মানবিকতার নজিরের প্রশংসা করেছেন প্রত্যেক যাত্রীই |
যাত্রীদের বক্তব্য, ' সময় মতো ট্রাফিক পুলিশ না এলে কোনও বড় বিপদ ঘটে যেতে পারতো | তৎপরতার সঙ্গে ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ফলে তাঁর প্রাণ রক্ষা হয়েছে |' ফলে সবমিলিয়ে বলাই যায় ট্রাফিক পুলিশের হস্তক্ষেপেই প্রাণ রক্ষা পেল অসুস্থ যাত্রীর | ট্রাফিক পুলিশের মানবিক নজিরের সাক্ষী রইলো খাস কলকাতা |
এর আগে গত ৩০ জানুয়ারি , মা ফ্লাইওভারে উপর হঠাৎ বিকল হয়ে যায় একটি অ্যাম্বুলেন্স | সেখানেও সংকটাপন্ন রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই ঘটনা ঘটে| মেকানিককে ডেকে এনে অ্যাম্বুল্যান্স মেরামতি করান তিলজলা ট্রাফিক গার্ডের ওসি | তারপরই গ্রিন কোরিডোর করে আট মিনিটের মধ্যেঅ্যাম্বুল্যান্স পৌঁছে যায় হাসপাতালে | রোগীকে ভর্তি করে প্রাণে বাঁচানোর সম্ভব হয় ফের একবার| ট্রাফিক পুলিশের মানবিকতার নজিরের সাক্ষী রইলো ফের শহরবাসী |
ARPITA HAZRA
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।