#কলকাতা: উপকূলের জেলায় বুলবুল-এর কতটা প্রভাব পড়েছে তা জানতে এবার আকাশে উড়বে ড্রোন ৷ ক্ষয়ক্ষতি জানতে সাহায্য করবে কলকাতা পুলিশের ড্রোন ‘দুর্দান্ত’ ৷ আজ থেকেই ক্ষয়ক্ষতির ছবি তুলবে ড্রোন ৷ ড্রোনের মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার ছবি সংগ্রহ করছেন সরকারি কর্তারা ৷ তৎপর কৃষি ও সেচ দফতরের আধিকারিকরাও ৷ জেলা প্রশাসনগুলির কাছে রিপোর্ট তলব করা হয়েছে ৷ আজও দিনভর খোলা রয়েছে নবান্নের কন্ট্রোলরুম ৷ গতকাল সারারাত নবান্নের কন্ট্রোল রুমে উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী ৷ নিজে উপস্থিত থেকে দুর্গতদের পাশে দাঁড়িয়ে, তাঁদের দিকে প্রতি মুহূর্তে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি ৷ গতকাল রাতেই রাজ্যে ঢুকেছিল অতি শক্তশালী তকমা পাওয়া ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ৷ ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার বেগে বকখালির পূর্বদিকে আছড়ে পড়েছিল এই ঘূর্ণিঝড়। স্থলভাগে ঢোকার পরে এর গতি বেড়েছে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে ভেঙে পড়েছে বেশ কিছু কাঁচা বাড়ি। উপড়ে গিয়েছে গাছপালা। বিপুল ক্ষতি হয়েছে ধান চাষ ও শীতের সব্জি চাষেও ৷ ঘোড়ামারা দ্বীপে কাঁচাবাড়ি ভেঙেছে, বেশ কয়েকটি জায়গায় গাছ উপড়েছে, ঝড়ের দাপটে পানের বরোজে ক্ষতি হয়েছে ব্যাপক, বুলবুলের দাপটে তছনছ মৌসুনি দ্বীপও ৷ ঝড়ে কুলতলিতে বেশ কিছু কাঁচাবাড়ি ভেঙেছে, ঘূর্ণিঝড়ের দাপটে ওলোটপালট হয়েছে বাসন্তী, ঝড়খালিও ৷ অন্যদিকে নামখানায় হাতানিয়া-দোয়ানিয়া নদীর উপর দু’টি জেটি ভেঙে গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone bulbul, Drone, Kolkata Police