হোম /খবর /কলকাতা /
রেশনের চাল বিক্রি হচ্ছে বাজারে! ইবি-র হানায় গ্রেফতার ২

রেশনের চাল বিক্রি হচ্ছে বাজারে! ইবি-র হানায় গ্রেফতার ২

শুক্রবার ইবি হানা দেয় শহরের দুটি বাজারে। একটি এন্টালি মার্কেট ও অন্যটি মুচিপাড়ার একটি বাজারে

  • Share this:

#কলকাতা: লকডাউনে সবাই কার্যত অসহায়। খাদ্যের যোগানটাই বড় চিন্তার আমজনতার কাছে।  সরকারের তরফে ২ টাকা কিলো চাল দেওয়া হচ্ছে বর্তমানে একেবারে বিনামূল্যে।  গরীব মানুষের মুখে অন্নের যোগান দিচ্ছে সেই বিনা পয়সার চাল। এবার সেই চালের কালোবাজারি প্রকাশ্যে আনল কলকাতা পুলিশের ইবি।

শুক্রবার ইবি হানা দেয় শহরের দুটি বাজারে। একটি এন্টালি মার্কেট ও অন্যটি মুচিপাড়ার একটি বাজারে। অভিযোগ এন্টালি মার্কেটের ব্যাবসায়ী ত্রিলোকী রায় রেশনের চাল কেজি প্রতি ৩৮ টাকা দামে বিক্রি করতেন। ইবি-র অফিসার-রা তাকে দীর্ঘসময় তার জিজ্ঞাসাবাদ করেন। তার একটি গুদাম ঘর থেকে উদ্ধার করা হয় পঞ্চাশ কেজির ১৩টি বস্তা ও ৩টি ফাঁকা বস্তা। মুচিবাজারেও  অখিলেশ সাউ এন্ড ব্রাদার্সের মালিক অখিলেশ সাউকে গ্রেফতার করে ইবি। তার থেকে উদ্ধার হয় ৫০ কেজির ৭টি বস্তা। সেই বস্তুাগুলো কীভাবে তার দোকানে এল তার সঠিক উত্তর না দিতে পারায় গ্রেফতার করে ইবি। পুলিশ সূত্রে খবর কলকাতা শহরের বুকে শুধু দুটি জায়গায় নয়, বহু জায়গায় একইভাবে রেশনের চাল বিক্রি হয় চড়া দামে। বেশকিছু অসাধু ব্যাবসায়ী একইভাবে তাদের কারবার চালাচ্ছে।  রেশনের চাল লকডাউনে যখন মানুষের সব থেকে সাহায্য করছে, তখনই এই ধরনের বেশি কিছু অসাধু ব্যাবসায়ীদের নজরে রাখছে কলকাতা পুলিশের ইবি।

SUSOBHAN BHATTACHARYA

Published by:Rukmini Mazumder
First published:

Tags: Ration rice black market