#কলকাতাঃ ফুটপাথই ওদের ঘরবাড়ি। লক ডাউনের জেরে গত কয়েকদিন ধরে তারা সেই ঘরেই বন্দী। খেলাধুলা থেকে শুরু করে সবকিছুই কার্যত বন্ধ। তাই লক ডাউনের প্রভাব এই শিশুমনে যাতে না পড়ে, সেজন্য এবার পথ শিশুদের জন্য এগিয়ে এল কলকাতা পুলিশ।
ঘরে বসেই বিভিন্ন ধরনের খেলায় যাতে ওই শিশুদের মন ব্যস্ত রাখা যায়, সেজন্য বিভিন্ন ধরনের ইন্ডোর গেমসের সাহায্য নিল কলকাতা পুলিশ। বৃহস্পতিবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং সংলগ্ন এলাকায় ফুটপাতের প্রায় একশো বাচ্চার হাতে তুলে দেওয়া হল লুডো-সহ বিভিন্ন ইন্ডোর গেমস। একটানা লুডো খেলে যাতে একঘেয়ে না লাগে সেজন্য খাতা, পেন, পেনসিলও উপহার দেওয়া হয়েছে। যাতে খাতায় আঁকিবুঁকি কেটেও কিছুটা সময় কাটিয়ে নিতে পারে তারা। এছাড়া বাচ্চারা যে ধরনের খাবার খেতে পছন্দ করে, যেমন কেক, বিস্কুট এধরনের নানা জিনিস দেওয়া হয় কলকাতা পুলিশের ইস্ট ট্রাফিক গার্ডের তরফে।
লকডাউনের প্রথম থেকেই মুখ্যমন্ত্রীর নির্দেশে ফুটপাথবাসী দুঃস্থ মানুষদের সাহায্যে এগিয়ে আসতে দেখা গিয়েছিল কলকাতা পুলিশকে। এখনও নিয়ম করে তাদের খাবারের যোগান দেওয়া হচ্ছে। এর পাশাপাশি শহরের প্রবীণ নাগরিকদের সাহায্য করেছে কলকাতার বিভিন্ন থানা। এবার ফুটপাতবাসী এই পথ শিশুদের দের জন্য অভিনব ভাবনা দেখা গেল কলকাতা পুলিশের তরফে।
কলকাতা পুলিশের ডিসি (ট্রাফিক) রুপেশ কুমার বলেন, "লকডাউনেই জেরে এই শিশুরা টানা কয়েকদিন ধরে ঘর বন্দী। বাইরে বন্ধুদের সঙ্গেও কেউ খেলতে পারছে না। তাই ওই শিশুমনে যাতে কোনও প্রভাব না পড়ে সেজন্য ওদের জন্য ঘরে বসে খেলার মতই বেশ কিছু জিনিস তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তীতে শহরের অন্য প্রান্তেও শিশুদের জন্য একই পরিকল্পনা রয়েছে আমাদের।"
SUJOY PAL
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID-19, Kolkata Police, Lock Down