#কলকাতা: শীতকাল মানেই বেড়ানোর মরশুম। আর বাঙালি মানে এখন আর শুধু দিঘা, পুরী, দার্জিলিং নয়। মরিশাস থেকে থাইল্যান্ড ছুটে বেড়াচ্ছেন বাঙালি পর্যটকেরা। আর শীতকাল এলেই শহরবাসীর পায়ের তলায় তো সর্ষের সুড়সুড়ি! বেড়ানোর ডেস্টিনেশন ঠিক হতেই শুরু হয়ে যায় বুকিং-এর পালা। আর সহজে, নির্ঝঞ্ঝাটে রেল-বিমান থেকে হোটেল বুকিং করতে সবারই পছন্দ হয় অনলাইন বুকিং সিস্টেম। কিন্তু ঠিক পদ্ধতিতে করছেন তো বুকিং? এবার কলকাতা পুলিশের থেকে বার্তা দিয়ে সতর্ক করা হল নেটিজেনদের।
শহরবাসী যাতে অনলাইন বুকিংয়ের জেরে জাল হোটেলের ফাঁদে না পড়েন তার জন্যই কিছু জরুরি সতর্কতা মনে করিয়ে ফেসবুকে একটি পোস্ট করা হয়েছে কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে। তাতেই বিস্তারিতভাবে জানানো হয়েছে কী ভাবে আপনি একটু সতর্ক হলেই বাঁচতে পারেন জাল হোটেল বুকিং-এর মতো সাইবার ক্রাইমের বলি হওয়া থেকে। শুধু অনলাইন বুকিং-এর সময় খেয়াল রাখুন এই পদক্ষেপগুলি অনুসরণ করছেন তো?
কলকাতা পুলিশের পোস্টে যে ১১ টি পদক্ষেপের কথা বলা হয়েছে, দেখুন একনজরে। অনলাইন লেনদেন সম্পর্কিত কিছু প্রাথমিক সতর্কতামূলক পদক্ষেপ:
১। ‘ডোমেইন নেম’, অর্থাৎ লিঙ্কটি খুঁটিয়ে দেখুন, হোটেল বা অন্যান্য পরিষেবা প্রদানকারীর নামের সঙ্গে সঙ্গতি আছে কিনা যাচাই করুন
২। লিঙ্কে ক্লিক করার পর পেজ খুললে লিঙ্কের পাশে তালা চিহ্ন আছে কিনা দেখুন। এতে পেজটি সুরক্ষিত কিনা তা বোঝা যায়
৩। ‘ওয়েবসাইট চেকার’ এবং নিরাপদে ইন্টারনেটে বিচরণ করার প্রক্রিয়া অর্থাৎ ‘সেফ ব্রাউজিং টুল’ ব্যবহার করুন
৪। ওয়েবসাইটে বানান ভুল, কাঁচা হাতের ডিজাইন, ইত্যাদি দেখলে সাবধান হন
৫। ওয়েবসাইটের বয়স অর্থাৎ ‘ডোমেইন এজ’ যাচাই করতে অনলাইন সার্চ করুন
৬। অবিশ্বাস্য ভালো কোনওরকম অফার দেখলে সাবধান হন
৭। হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ওই হোটেলে থেকেছেন এমন গ্রাহকদের রিভিউ খুঁজুন, বা কোনও স্ক্যাম-এর রিপোর্ট আছে কিনা সার্চ করে দেখুন
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর দিল্লি সফরের আগেই দিল্লিতে দিলীপ! মুখে শুধু বাংলা আর মমতা! যা বললেন...
৮। ‘শিপিং’ বা ‘রিটার্ন পলিসি’ জাতীয় তথ্য ভালো করে পড়ুন
৯। কী কী ‘পেমেন্ট অপশন’ আছে তা ভালো করে দেখে নিন
১০। নানারকম বিশ্বস্ততার পরিচয়, অর্থাৎ ‘ট্রাস্ট সিগনাল’, যেমন বিবিধ পুরস্কারের উল্লেখ ইত্যাদির দ্বারা প্রভাবিত হবেন না
১১। ওয়েবসাইটে ভাইরাস স্ক্যান করুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyber Crime, Kolkata Police