#কলকাতা: চলন্ত বাসে তথ্যপ্রযুক্তি কেন্দ্রের এক তরুণী কর্মীর শ্লীলতাহানির ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল ভিনরাজ্যে এক ব্যক্তি। গ্রেফতার (Kolkata News) বিহারের বাসিন্দা মহম্মদ তাজ। কর্মসূত্রে নিউটাউন বালিগুড়ি এলাকায় ভাড়া থাকে সে। আজ ধৃতকে বারাসাত কোর্টে তোলা হবে।
আরও পড়ুন : আসছে ফুড কোর্ট! তৈরি চাইল্ড কেয়ার সেন্টার! ঢেলে সাজছে আলিপুর চিড়িয়াখানা
আরও পড়ুন : ভালোবাসার ভালোবাসা, বিয়ের পিঁড়িতে বসার আগেই যা করলেন বাঙালি কন্যা, তোলপাড় নেটপাড়া!
পুলিশ সূত্রে খবর, গতকাল রাত আটটা নাগাদ নিউটাউন(New Town Crime) বিশ্ববাংলা গেটে একটি বাসে এক তরুণীর শ্লীলতাহানির (Molestation Allegation) ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেই খবরে পুলিশ তড়িঘড়ি সেখানে গিয়ে অভিযুক্ত যুবক ও অভিযোগকারিণী তরুণীকে থানায় নিয়ে আসে। জিজ্ঞাসাবাদের পরে পুলিশ জানতে পারে, সল্টলেকের সেক্টর ফাইভ থেকে KB 16 নম্বর বাসে ওঠে ওই তরুণী। অভিযুক্ত ব্যক্তি সেই সময় ওই তরুণীর (Kolkata News) পাশের সিটে বসে।
আরও পড়ুন : চড়ছে পারদ! বাংলার আবহাওয়ায় এবার 'অন্য' সতর্কতা! বৃষ্টি কবে? যা জানাচ্ছে হাওয়া অফিস
অভিযোগ, তরুণীর যখন একটু ঝিমুনি মতো আসে, ঠিক সেই সময় মত আসে সেই সময় তার শ্লীলতাহানির চেষ্টা করে। নিউটাউন বিশ্ববাংলা গেটের কাছে আসতেই চিৎকার করে ওই তরুণী। ঘটনার আকস্মিকতায় খানিকটা বিহ্ববল হয়ে পড়লেও বাস থামিয়ে এরপরেই ওই এলাকায় ওই সময় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে (Kolkata News) দিয়ে নিউটাউন থানায় খবর দেন তিনি। অভিযোগের ভিত্তিতে ধৃত মহম্মদ তাজকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার তাকে বারাসাত কোর্টে তোলা হবে।
অনুপ চক্রবর্তী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Kolkata News