#কলকাতা : রান্নার গ্যাসের বিস্ফোরণে ফের কেঁপে উঠল কলকাতার বিস্তীর্ণ এলাকা (Kolkata News)। এলাকার মানুষের মধ্যে রীতিমত আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ।কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও,ক্ষতিগ্রস্থ হয়েছে (Tangra Blast) আসে পাশের বাড়ি গুলি।
সোমবার সকাল সাড়ে নটার সময় বিকট শব্দ ( Tangra Blast) করে বাড়ির আসবেষ্টসের ছাদ উড়ে যায়। ইটের দেওয়াল ভেঙে পড়ে। ঘটনাটি ঘটেছে ট্যাংরা এলাকায় (Tangra Blast) বৈশালী সিনেমার ঠিক পেছনে পঁয়ত্রিশ পাড়াতে। শুধু ওই বাড়িটি নয় যেহেতু কলোনি এলাকা সেহেতু পাশাপাশি আরও ৫-৬টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এক কামরার বাড়িটির দেওয়াল সহ দরজা, সামনের দিকে ঝুঁকে পড়েছে। ছাউনির আসবেস্টসের চিহ্ন নেই। পাশের বাড়ি গুলির টালির ছাউনি থেকে টালি পড়ে গেছে। অন্তত ১০০ মিটার দূরে গিয়ে, আসবেষ্টসের টুকরো পড়ে রয়েছে।
ওই বাড়ির বাসিন্দা নিমাই দাসের বক্তব্য গ্যাস, সিলিন্ডার থেকে লিক করছিল,সেটা থেকেই বিস্ফোরণ হয়। স্থানীয় ওয়ার্ড কো অর্ডিনেটর স্বপন সমাদ্দার এসে নিমাইয়ের বক্তব্যকে সমর্থন করে।নিমাই বাবুর কথা অনুযায়ী,গতকাল রান্নার গ্যাস সিলিন্ডার দিতে আসার সময় থেকেই রেগুলেটর দিয়ে গ্যাস বের হচ্ছিল। উনি গ্যাস ডেলিভারি বয়দের জানিয়েছিলেন। তারা কোনও কিছু গ্রাহ্য না করে চলে যায়। এরপর আজ সকালে, উনি গ্যাস জ্বালিয়ে রান্না বসিয়ে দিয়ে দরজা লাগিয়ে পাশের দোকানে কিছু কিনতে গিয়েছিলেন। তার কিছু পরেই বিশাল শব্দ করে বিস্ফোরণ হয়।
নিমাই পেশায় ইলেকট্রিকের মিস্ত্রি।আর্থিক স্বচ্ছল নয়। ঘটনাস্থলের কাছেই রাখা ছিল গ্যাস সিলিন্ডার। সেই গ্যাস সিলিন্ডারে এখনও গ্যাস আছে। তবে সিলিন্ডারটি অক্ষত রয়েছে। তাতে কোনওভাবে কালি বা কোনও বিস্ফোরণের চিহ্ন নেই।পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে। প্রশ্ন উঠছে,এই ভাবে ঘটনার বর্ণনাতে। ঘটনায় কেউ হতাহত হয়নি ঠিকই তবে বিষয়টি ভয়ঙ্কর। ওয়ার্ড কো -অর্ডিনেটর ত্রিপল এনে সবার বাড়ির ছাউনির জন্য দিয়ে যান। বিকেলে ফরেনসিক বিশেষজ্ঞরা এসে ঘটনাস্থল ও গোটা এলাকা পরিদর্শন করে এবং নমুনা সংগ্রহ করে। তাদের অনুমান,গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণ ঘটেছে,যাকে বলে,'ভেপার ক্লাউড এক্সপ্লোশন '।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Gas Cylinder, Kolkata, Tangra