#কলকাতা: প্রায় চূড়ান্ত স্টেশন পরিকাঠামো। তবু নতুন বছরের আগেই চালু করা যাবে না শিয়ালদহ মেট্রো স্টেশন (Sealdah Metro)। কারণ যে কতকগুলি অংশে কাজ এখনও বাকি রয়েছে তা শেষ করতে আরও দু'মাস সময় লাগবে বলে মনে করা হচ্ছে (Kolkata News)। তারপরে প্রয়োজন কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদন। ইতিমধ্যেই কাজের গতি ফের খতিয়ে দেখলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার মনোজ জোশী, কেএম আরসিএলের এমডি মানস সরকার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা।
আরও পড়ুন: ফুঁসছে ঘূর্ণিঝড়! রাজ্যজুড়ে ‘জাওয়াদ’ সতর্কতা তুঙ্গে, বাতিল ১৪৪ টি ট্রেন, দেখুন তালিকা...
মেট্রোর হাত ধরেই বদলে যাচ্ছে শিয়ালদহ স্টেশন (Sealdah Metro) এলাকা। শীঘ্রই স্টেশন এলাকার রাস্তারও খোলনলচে বদলে ফেলা হবে। মাটির নীচে যেমন দ্রুত গতিতে কাজ এগোচ্ছে, ঠিক তেমনি ভাবে মাটির ওপরেও কাজ এগোচ্ছে দ্রুত। ফলে লুক বদল হচ্ছে ব্যস্ততম শিয়ালদহ স্টেশন চত্বরের।
মেট্রো রেলের হাত ধরেই বদলে যাচ্ছে পূর্ব রেলের অন্যতম বড় স্টেশন শিয়ালদহ (Kolkata News)। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে শিয়ালদহ। এই স্টেশন ধরেই লক্ষ লক্ষ যাত্রী মেট্রো ব্যবহার করবেন এমনটাই আশাবাদী কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।
যেহেতু মেট্রো স্টেশন আর রেলের স্টেশন একেবারেই গা ঘেঁষে উঠেছে তাই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে যাত্রীদের সুবিধায়। মাটির ১৬.৫ মিটার নীচে থাকছে মেট্রোর লাইন। শিয়ালদহ স্টেশনের একদিকে ফুলবাগান মেট্রো স্টেশন, অন্যদিকে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন।
যেহেতু এসপ্ল্যানেড মেট্রো স্টেশন জাংশন স্টেশন হতে চলেছে, তাই ধরে নেওয়া হচ্ছে ভিড় নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা রাখতে হবে শিয়ালদহ মেট্রো স্টেশনেও।মেট্রো রেলের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, "শিয়ালদহ ভীষণ গুরুত্বপূর্ণ একটি স্টেশন (Kolkata News) হতে চলেছে। কারণ শহরতলির বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মেট্রো ধরবেন। ফলে ভিড় নিয়ন্ত্রণের জন্যে প্রশস্ত জায়গা এবং যথাযথ ভাবে শিয়ালদহ স্টেশনের উত্তর, মেন এবং দক্ষিণের রেল প্ল্যাটফর্মে পাঠানো সবটা বুঝেই আমরা কাজ করেছি। যাতে মানুষের অসুবিধা না হয়।"
আরও পড়ুন: নবান্নে শিল্পপতি গৌতম আদানি! মুখ্যমন্ত্রীর সঙ্গে লম্বা বৈঠক, বিনিয়োগে আগ্রহী আদানি কর্তা?
যাত্রীদের সুবিধার জন্যে স্টেশনে থাকছে ৯টি সিঁড়ি। তার মধ্যে শিয়ালদহ দক্ষিণের দিকে থাকা প্রশস্ত জায়গা দিয়ে সহজেই আসা যাওয়া করা যাবে। সুবিধার জন্যে তাই বেশ চওড়া করা হয়েছে এটি। এছাড়া মেট্রো স্টেশনে ঢোকা ও বেরনোর জন্যে থাকছে একাধিক প্রান্তে সিঁড়ি। স্টেশনে থাকছে মোট ১৮টি এসক্যালেটর। থাকছে মোট ২৭টি টিকিট কাউন্টার। এর মধ্যে বেশ কিছু টিকিট কাউন্টার হবে যারা শারীরিক ভাবে সমস্যায় তাদের জন্যে। সেগুলি বিশেষ ভাবে নীচু করা হয়েছে।
এছাড়া যাতায়াতের সুবিধার জন্যে থাকছে মোট ৫টি লিফট। মোট ৩টি প্ল্যাটফর্ম থাকছে। যেহেতু বহু যাত্রী ওঠানামা করবেন তাই আইল্যান্ড প্ল্যাটফর্ম রাখা হয়েছে। ইতিমধ্যেই স্টেশন সাজানোর কাজ শুরু হয়ে গিয়েছে। ফ্লোর সাজানোর কাজ শুরু হয়েছে। সূত্রের খবর, মেট্রোর আধিকারিকরা সিঁড়ি, এসক্যালেটর, ফ্লোর ও লিফটের কাজ দ্রুত শেষ করতে বলেছেন। এর পরেই আবেদন জানানো হবে সিআরএসের কাছে। তবে যাত্রী পরিবহণ করতে আগামী মার্চ মাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata metro, Kolkata News, Sealdah