#কলকাতা: দীর্ঘদিন পর কলকাতা পুরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ৷ শূন্যপদে ১৩০০ কর্মী নিয়োগ করবে কলকাতা পুরসভা। ড্রাইভার, মজদুর ও ওভারসীয়ার পদে এই নিয়োগ। পর্যাপ্ত সংখ্যক ওভারসিয়ারের অভাবে শহরে জঞ্জাল সাফাইয়ের কাজ ঠিক মত না হওয়ায় কলকাতা পুরসভা কর্মী নিয়োগ করতে চলেছে ৷
জঞ্জাল অপসারণ বিভাগের ওভারসিয়ার নিয়োগ পদ্ধতিতে বদল আনার পরিকল্পনা করছে পুরসভা। এতদিন বিভাগের মাধ্যমিক উত্তীর্ণ সাব ওভারসিয়াররাই পদোন্নতির মাধ্যমে ওভারসিয়ার হতে পারতেন। উপযুক্ত কর্মী নিয়োগের জন্য ওভারসিয়ার পদের যোগ্যতামান কমিয়ে অষ্টম শ্রেণী করার প্রস্তাব রাখা হয়েছে ৷
স্থায়ী পদে নিয়োগের প্রক্রিয়ার পাশাপাশি ১৫ আগস্ট থেকে জঞ্জাল সাফাই বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগও করবে পুরসভা। প্রোমোশন নিয়ে আর পুরনো বিভাগে থাকা যাবেনা। ৩০-৩৫ বছর ধরে পদোন্নতি নিয়ে একই দপ্তরে থেকে যান পুরকর্মীরা। এবার সেই রীতি ভাঙতেই মেয়র পারিষদ বৈঠকে নয়া নিয়ম পাস।