হোম /খবর /কলকাতা /
‘এক্ষুনি কাজে যোগ না দিলে বরখাস্ত করা হবে’ পুর চিকিৎসকদের কড়া বার্তা

‘এক্ষুনি কাজে যোগ না দিলে বরখাস্ত করা হবে’ পুর চিকিৎসক ও স্বাস্থ্যআধিকারিকদের কড়া বার্তা

প্রতীকী চিত্র ।

প্রতীকী চিত্র ।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: পুর চিকিৎসকদের দেওয়া হল কড়া বার্তা । করোনা সঙ্কটে এবার নজিরবিহীন বিজ্ঞপ্তি জারি করল কলকাতা পুরসভা । এ দিন পুরসভার তরফে একটি নোটিফিকেশনে কমিশনার জানিয়ে দেন, যে সমস্ত পুর চিকিৎসক ও স্বাস্থ্যআধিকারিকরা গরহাজির রয়েছেন তাঁদের বেতন কাটা হবে । এমনকি তাঁদের চাকরি থেকে বরখাস্তও করা হতে পারে । করোনার চিকিৎসা অস্বীকার করলে ইনক্রিমেন্ট বন্ধ করারও সুপারিশ স্বাস্থ্য বিভাগের । সেই সুপারিশে সম্মতি দিয়েছেন মেয়র ও কমিশনার ।করোনার কাঁটায় জর্জরিত গোটা বিশ্ব, আমাদের দেশ, এমনকি এ রাজ্যও । চিকিৎসকরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত । কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে, বেশকিছু পুর চিকিৎসক ও স্বাস্থ্যআধিকারিকরা কাজে যোগ দিচ্ছেন না । বারবার বলা সত্ত্বেও তাঁরা কাজে আসেননি । পার্মানেন্ট কিংবা কন্ট্রাকচুয়াল, সমস্ত আধিকারিকদের ক্ষেত্রেই এই সমস্যা দেখা গিয়েছে । তাঁদের উদ্দেশেই জারি করা হয়েছে নোটিফিকেশন।

Published by:Simli Raha
First published:

Tags: Coronavirus, KMC, Kolkata Municipal Corporation