#কলকাতা: আমফানের আঘাতে অসুস্থ বুড়ো বট এবার চিকিৎসা পাবে। গাছের সেই চিকিৎসার ব্যবস্থা করছে কলকাতা পুরসভা।আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত গাছকে রি-প্লান্টেশন করার ভাবনা কলকাতা পুরসভার। রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর ও কলকাতার বড় পার্ক গুলোতে রি-প্ল্যান্টেশনের ভাবনা। ৮০ থেকে ১০০ বছরের পুরনো গাছগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। শুক্রবার কলকাতা পুরসভার প্রশাসক নিজে সরেজমিনে দেখতে যাবেন সুভাষ সরোবর ও রবীন্দ্র সরোবরে।
কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম জানান, সব বড় রাস্তা খুলে গিয়েছে । শুধু পাড়ার ভেতরে কিছু গাছ এখনও পড়ে আছে। বড় রাস্তা ও ছোট রাস্তায় পাতা ও গাছের গুঁড়ি পাশে সরিয়ে করা রাখা আছে। আরও তিন-চার দিন লাগবে এই পাতা ও গুঁড়়ি সরাতে। পড়ে যাওয়া গাছ ও গাছের অংশ PWD ময়দানে রাখছে। এছাড়া কলকাতা পুরসভা খিদিরপুরের নেচার পার্কের কাছে মিলন মেলার কাছে টালা ট্যাংক এর কাছে ধাপায় এবং নোনাডাঙার পাশের মাঠে মজুত রাখছে গাছের গুঁড়ি ও ডালপালাগুলি।
পুরো প্রশাসক আরও জানান, সর্বত্র হকারদের অড ইভেন এভাবেই খুলতে হবে নিয়ম মেনে । বর্ধন মার্কেটের হকারদের ও একই নিয়ম।কেবল নেটওয়ার্কের সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে কথা হয়েছে তাড়াতাড়ি রিস্টোর করার জন্য বলা হয়েছে । ওঁরা দাবি করেছে ৮০% কাজ হয়েছে।অপ্রয়োজনীয় তার কেটে ফেলতে বলা হয়েছে না হলে ভবিষ্যতে কলকাতা পুরসভা সমস্ত তারই কেটে দেবে তখন প্রয়োজনীয় তার ও একই সঙ্গে নষ্ট হয়ে যেতে পারে বলে সাবধান করেছেন পুর প্রশাসক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone Amphan, Kolkata Municipal Corporation, Re-plantation