#কলকাতা: 57 টি শূন্য পদে কর্মী নিয়োগ করবে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অর্থাত্ কলকাতা পুর নিগম ৷ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে লোক চেয়ে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন । অনলাইনে আবেদনের শেষ তারিখ 16 এপ্রিল ।
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে। এছাড়া এক বছর হাতে-কলমে কাজ করার অভিজ্ঞতা অথবা গবেষণার অভিজ্ঞতা বা পুরসভার ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত জ্ঞান থাকা বাঞ্ছনীয়।
আবেদনের জন্য বয়স হতে হবে 37 বছরের মধ্যে । তপশিলী, প্রতিবন্ধী ও ওবিসি প্রার্থীরা সরকারী নীতি অনুযায়ী বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন ।
পরীক্ষার ফি বাবদ 220 টাকা ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার চালানে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরে 0088010367936-এ জমা দিতে হবে । সংরক্ষিত ও প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ফি 70 টাকা । টাকা জমা দেওয়ার শেষ দিন 17 এপ্রিল ।
অনলাইনে ফর্ম ফিলাপ ও এই সংক্রান্ত আরও বিস্তারিত বিবরণের জন্য ক্লিক করুন মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইট- www.mscwb.org-তে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Government Employee Appointment, Government job Vacancy, Kolkata Municipal Corporation, Sub assistant engineer