কলকাতা: কলকাতায় ফের টাকা উদ্ধার। সোমবার পার্ক স্ট্রিটে একটি গাড়ি থেকে প্রাথমিকে নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছে কলকাতা পুলিশ। পরবর্তীতে টাকার অঙ্ক বেড়ে দাঁড়ায় ১ কোটি। পার্ক স্ট্রিটে একটি অফিসেও তল্লাশি অভিযান চালায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ অভিযান চালায় কলকাতা পুলিশ। রাজেশ কাসেরা নামে নিউ আলিপুরের নলিনীরঞ্জন অ্যাভিনিউর বাসিন্দা ৪৯ বছর বয়সি এক ব্যক্তির গাড়িতে তল্লাশি চালানো হয়। তখনই উদ্ধার করা হয় টাকা। বক্তব্যে অসঙ্গতি এবং বৈধ নথি না দেখাতে পারায় তাকে আটক করা হয়েছে। পার্কস্ট্রিট থানায় একটি মামলা দায়ের হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata