#কলকাতা: আগামী শুক্রবার থেকেই ব্যস্ত সময়ে পাঁচ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা৷ পাশাপাশি যাত্রী চাপের কথা মাথায় রেখে বাড়ছে ট্রেনের সংখ্যাও৷ সোমবার থেকে শুক্রবার পাঁচ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ৷ তবে রবিবার বন্ধই থাকছে মেট্রো পরিষেবা৷
মেট্রো রেলের তরফে এ দিন বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ১৩ অগাস্ট থেকে আপ এবং ডাউন মিলিয়ে মোট ২২৮টি ট্রেন চালানো হবে৷ এর মধ্যে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের মধ্যে ১৫০টি ট্রেন চালানো হবে৷ সকালে এবং বিকেলে ব্যস্ত সময়ে পাঁচ মিনিট অন্তর মেট্রো চালানো হবে৷ সকাল সাড়ে সাতটা থেকে রাত ৯টা পর্যন্ত মিলবে মেট্রো পরিষেবা৷ কবি সুভাষ এবং দমদম থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৮টায়৷ আর দক্ষিণেশ্বর থেকে শেষ মেট্রো মিলবে রাত ৭টা ৪৮ মিনিটে৷
শনিবার অবশ্য আগের মতোই স্টাফ স্পেশ্যাল হিসেবে ১০৪টি ট্রেন চালানো হবে৷ সকাল ৮.৩০ থেকে বেলা ১১.৩০ এবং বিকেলে ৩.৩০ থেকে ৭.১৫ পর্যন্ত পরিষেবা মিলবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata metro, Metro Rail