#কলকাতা: আইসিডিএস (ICDS) পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দিতে রবিবার ১৩ ডিসেম্বর অতিরিক্ত মেট্রো রেল চালানো হবে বলে জানালেন মেট্রো রেল কর্তৃপক্ষ। পরীক্ষার দিন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকদের যাতায়াতের জন্য মোট ৭৪টি মেট্রো চলবে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সকাল ১০টার পরিবর্তে ৯টা থেকে প্রথম মেট্রো চলবে দমদম ও কবি সুভাষ থেকে। অন্যদিকে, নোয়াপাড়া থেকে চলবে ১০.১৩ থেকে। সোমবার এমনই ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
প্রতি ১৫-২০ মিনিট অন্তর চলবে এই ট্রেন। ৩৭টি আপ ও ৩৭টি ডাউন ট্রেন চালাবে মেট্রো রেল কর্তৃপক্ষ। রাতে মেট্রোর টাইমটেবিল বাড়ানো হয়েছে। রাত ১০টা পর্যন্ত দমদম ও কবি সুভাষ পর্যন্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত জানানো হয়েছে। তিমধ্যেই শুরু হয়ে গেছে পেপার কার্ড টিকিট ছাপানোর কাজ। রবিবার স্মার্ট কার্ড ছাড়াও পেপার টিকিট ইস্যু করা হবে মেট্রোর যাত্রীদের জন্যে।
সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আর দুপুর ২টো থেকে ৩টে পর্যন্ত চলবে পিএসসি ক্লার্কশিপ পার্ট ২ পরীক্ষা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যে নারী ও শিশু কল্যাণ দপ্তরের অধীনে আইসিডিএস (ICDS) প্রকল্পের আওতায় ২৯৫৪ জন মহিলা সুপারভাইজর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তার প্রিলি পরীক্ষার আগেই সম্পন্ন হয়েছে। যারা প্রিলি পরীক্ষায় পাস করেছেন, তাঁদের জন্য হবে মেইন পরীক্ষা। সর্বশেষে নেওয়া হবে ইন্টারভিউ।
সারনা ধর্মের স্বীকৃতির দাবিতে আদিবাসী সংগঠনের রেল ও রাস্তা অবরোধ কর্মসূচিতে রবিবার, ৬ ডিসেম্বর বিপাকে পড়েন পিএসসির চাকরিপ্রার্থীরা। শিলিগুড়িতে উত্তরবঙ্গের চাকরিপ্রার্থীদের পিএসসি পরীক্ষার কথা ছিল। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা ট্রেনেই আটকে থাকেন পরীক্ষার্থীরা। ফলে মালদহ ও দুই দিনাজপুর জেলার কয়েক হাজার শিক্ষিত যুবক যুবতী সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার সুযোগ নিতে পারেননি। এনিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ICDS exam, Kolkata metro, PSC exam