#কলকাতা: কাজের দিনে ফের মেট্রো দুর্ভোগে নাজেহাল হলেন শহরবাসী৷ আজা অর্থাত্ বুধবার সকালে যতীন দাস পার্ক স্টেশনে বিদ্যুত্ বিভ্রাটের জেরে বন্ধ হল মেট্রো চলাচল৷ ফলে বাসে ব্যাপক ভিড়৷ যাত্রীদের চূড়ান্ত হয়রানি৷ ২০ মিনিট মতো বন্ধ ছিল মেট্রো চলাচল৷ তারপর স্বাভাবিক হয় মেট্রো৷
জানা গিয়েছে, যতীন দাস পার্কে হঠাত্ বিদ্যুত্ বিভ্রাট হওয়ায় ওই স্টেশনেই খালি করে দেওয়া হয় মেট্রো৷ মেন লাইনে বিদ্যুত্ না-থাকাতেই বিপত্তি হয়৷ যার জেরে কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল৷ আপ লাইনেও মেট্রো চলাচল বন্ধ৷
রেক থেকে নামিয়ে দেওয়া হয়েচে সব যাত্রীকে৷ একে অফিস টাইম, তার উপর তীব্র গরম, সব মিলিয়ে নাজেহাল অবস্থা যাত্রীদের৷ বাসগুলিতেও ভিড়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata, Kolkata metro, Metro Rail