#কলকাতা: কলকাতা মেট্রোতে যাত্রী প্রহারের ঘটনায় নিন্দা চারিদিকে ৷ আলিঙ্গনরত দুই যুবক যুবতীকে গতকাল মারধর করা হয় মেট্রো স্টেশনে ৷ আজ দিনভর এই ঘটনা নিয়ে সোচ্চার ছিল বিভিন্ন সংবাদমাধ্যম ৷ বারবার এই ঘটনায় মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে যোগযোগ করা হয় ৷ সন্ধে নাগাদ মেট্রো কর্তৃপক্ষ এ বিষয় মুখ খুলল ৷
গতকাল কি ঘটেছিল ,তা সরেজমিনে খতিয়ে দেখা আশ্বাস দিয়েছেন তারা ৷ তবে এও জানিয়েছে যে এই ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি ৷ কিন্তু সবরকম ভাবেই ঘটনাটি জানার চেষ্টা করবে কর্তৃপক্ষ ৷ তবে মেট্রো যে নীতি পুলিশের ভূমিকা সমর্থন করে না , এটা স্পষ্ট করে দিয়েছে তারা ৷ তবে এরপরই প্রশ্ন উঠেছেখোদ মেট্রো কর্তৃপক্ষের ভূমিকায় ৷ কারণ মনে করা হচ্ছে ঘটনার প্রায় ১ দিন পর শুধুমাত্র স্যোশাল মিডিয়া পোস্ট এবং নীতি পুলিশের কথা উল্লেখ করেই দায় সারল তারা ৷ ক্ষোভ সাধারণ মানুষের ৷ আরও পড়ুন প্রকাশ্যে আলিঙ্গন ! মেট্রো থেকে টেনে নামিয়ে যুগলকে মারধর সহযাত্রীদেরDear commuters,we are trying to enquire into an incident which has allegedly taken place y'day at Dumdum https://t.co/9Lx5EGNw2q complaint has been lodged by anyone as yet.However we are trying to get to the bottom of this & pl understand that Metro Rly IS AGAINST MORAL POLICING
— METRO RAIL KOLKATA (@metrorailwaykol) May 1, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assault, Couple hugging, Kolkata metro, Kolkata News