• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • কলকাতা মেডিক্যালে শিশু চুরিতে এবার রহস্যময় যুবকের খোঁজ

কলকাতা মেডিক্যালে শিশু চুরিতে এবার রহস্যময় যুবকের খোঁজ

কলকাতা মেডিক্যালে শিশু চুরির ঘটনায় এবার এক যুবকের খোঁজে পুলিশ।

কলকাতা মেডিক্যালে শিশু চুরির ঘটনায় এবার এক যুবকের খোঁজে পুলিশ।

কলকাতা মেডিক্যালে শিশু চুরির ঘটনায় এবার এক যুবকের খোঁজে পুলিশ।

 • Share this:

  #কলকাতা: কলকাতা মেডিক্যালে শিশু চুরির ঘটনায় এবার এক যুবকের খোঁজে পুলিশ। ঘটনার দিন মেট্রো স্টেশনে CCTV ফুটেজে ওই রহস্যময় যুবককে চিন্ময়ীর পিছনেই দেখা যায়। ওই দিনই আবার চিন্ময়ীর বাড়িতে ওই যুবককে দেখা গিয়েছিল বলে বাগমারির বাসিন্দাদের দাবি।

  চিন্ময়ীর সঙ্গে ওই যুবকের কোনও সমঝোতা ছিল কি না, তা দেখছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, ওই যুবককে গ্রেফতার করা গেলেই ঘটনার রহস্যভেদ করা যাবে।

  মঙ্গলবার দুপুরে কলকাতা মেডিক্যাল থেকে শিশু চুরির অভিযোগ ওঠে ৷ সবুজ শাড়ি পরিহিতা এক মহিলার কথা জানিয়েছিলেন নিখোঁজ শিশুর মা সরস্বতী নস্কর ৷

  অভিযোগকারী মায়ের বর্ণনা অনুযায়ী, সেন্ট্রাল মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খোঁজ মেলে সন্দেহভাজন মহিলার ৷ সেই ফুটেজ দেখেই বাগমারি অঞ্চলে চিন্ময়ী বেজের খোঁজ দেয় পড়শিরা ৷ উদ্ধার করা হয় শিশুটিকে ৷ কিন্তু ক্রমাগতই দানা বাঁধছে শিশু চুরি রহস্য ৷ পুলিশের দাবি, যুবককের হদিশ পেলেই রহস্যের জট খুলবে ৷

  First published: