corona virus btn
corona virus btn
Loading

আগামী ২ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস
Representational Image

শারদোৎসবের আনন্দে মাতোয়ারা বাংলা। কিন্তু এই আনন্দে জল ঢালতে তৈরি বর্ষাসুর ৷ আকাশের মুখ আজ ভার ৷

  • Share this:

#কলকাতা: শারদোৎসবের আনন্দে মাতোয়ারা বাংলা। কিন্তু এই আনন্দে জল ঢালতে তৈরি বর্ষাসুর ৷ আকাশের মুখ আজ ভার ৷ বেলা বাড়তে না বাড়তেই কলকাতা ও সংলগ্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷ উৎসবের তিলোত্তমার সপ্তমীর মুড সকাল সকালই বৃষ্টিতে ভিজে সপসপে ৷ তবুও বৃষ্টি মাথায় করেই সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন কচিকাচা থেকে বড়রা ৷

দখিনা হাওয়ায় মেঘ জমার জেরেই বৃষ্টি ৷ জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ সন্ধের পর আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

কলকাতা থেকে জেলা সর্বত্র উৎসবের আমেজ। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল। ঢাকের বোলে জমজমাট পুজো প্রাঙ্গন। আট থেকে আশি পুজোর আনন্দে মেতেছেন সবাই। কিন্তু আশার বাণী শোনাতে পারেনি আবহাওয়া দফতর ৷ আলিপুরের পূর্বাভাস, সারাদিনই মহানগরে দফায় দফায় বিক্ষিপ্ত দাপট দেখাবে বৃষ্টি ৷

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৩ ঘণ্টায় বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতায় ৷

First published: September 28, 2017, 2:06 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर