#কলকাতা: ইচ্ছে ছিল বাইকে যাওয়ার, কিন্তু জ্বালানীর দাম আকাশছোঁয়া! তাই পায়ে হেঁটেই স্বপ্ন পূরণ, লাদাখ যাত্রায় প্রসেনজিৎ পাল।
পায়ে হেঁটে কলকাতা থেকে লাদাখ... ২৫০০ কিমি পথ পাড়ি দিতে চললেন প্রসেনজিৎ ওরফে সবার প্রিয় জিৎ। অনলাইন খাদ্য সরবরাহ সংস্থায় কাজ করেন তিনি। বাইক তাঁর প্রিয়। কাজের সুবাদে সারাদিনই বাইক চালাতে হয়। বাইক নিয়ে ইতিমধ্যেই ঘুরে এসেছেন সিকিমের গুরুদাংমার, দার্জিলিং। ইচ্ছে ছিল লাদাখ যাওয়ার। কিন্তু বাঁধ সাধল পেট্রলের দাম! বাইকের তেলের খরচ যোগাতে পারবেন না। কিন্তু তাই বলে কি লাদাখ যাওয়ার স্বপ্ন অধরাই থেকে যাবে? তাই আবার হয় না কী! যেদী পার্থ মেলে দিল স্বপ্নডানা! বাইক না হোক, পায়ে হেঁটেই কলকাতা থেকে লাদাখ পাড়ি দিলেন !
হাওড়া ব্রিজ থেকে সোমবার ভোরে যাত্রা শুরু করে লাদাখ পৌঁছবেন ৯০ দিনে। চন্দননগর পুর নিগমের ২৭ নম্বর ওয়ার্ড-এর গৌরহাটিতে বাড়ি জিতের। তাঁর এই অভিযান পরিবেশ রক্ষা ও প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে।
ছোটবেলা থেকে ভ্রমণ ও বাইক চালানোর নেশা প্রসেনজিতের। বাবা-মার সঙ্গে পাহাড়ে গিয়েছেন একাধিকবার। বেশ কয়েকবার বাইক নিয়ে গিয়েছেন সিকিম,দার্জিলিং, শিলিগুড়ি-সহ বেশ কিছু জায়গায়। যাওয়ার ইচ্ছে আছে দেশের বাইরেও। খাবার ডেলিভারি কাজ করে তেলের দাম যোগানো সম্ভব নয়, তাই পায়ে হেঁটেই স্বপ্ন পূরণে কলকাতার ছেলে। গত ফেব্রুয়ারি মাসে সিঙ্গুরের মিলন মাঝি ৮৩ দিনে পায়ে হেঁটে লাদাখ গিয়েছিলেন। তাঁকে দেখেই উৎসাহ পেয়েছেন জিৎ।
সৈকত বিশ্বাসনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ladakh