#কলকাতা: মিশন হায়দরাবাদ। গন্তব্য চিন্নাস্বামী। বুধবারের এলিমিনেটর খেলতে আজ, সোমবার সকালে বেঙ্গালুরু রওনা দিল কেকেআর।
পরপর ম্যাচ না হারলে এই অবস্থা হত না গোতিদের। তবে এলিমিনেটর জিতে দ্বিতীয় প্লে-অফের টিকিট নিশ্চিত করতে চায় নাইটরা। হারলেই সব শেষ। এই অবস্থায় তৈরি হচ্ছেন গম্ভীররা।
শেষের চারটে ম্যাচ বাদ দিলে আইপিএল-১০-এ নাইটদের পারফরম্যান্স খারাপ নয়। সেটাকে পুঁজি করেই বেঙ্গালুরুতে বাজি মারতে মরিয়া গম্ভীররা। চিন্নাস্বামী পৌঁছে প্র্যাকটিসের কথা ছিল পাঠান, লিনদের। কিন্তু বিমান দেরি করে বেঙ্গালুরুতে পৌঁছয় আজ আর সেটা হয়নি। শ্যুটিংয়ের কাজে ব্যস্ত থাকায়, এই ম্যাচে শাহরুখের আসা নিয়ে অনিশ্চিয়তা রয়েছে।