#কলকাতা: কথা রাখলেন জুহি চাওলা। নিউজ-১৮-কে জানিয়েছিলেন, পরিবেশ বাঁচাতে উদ্যোগ নেবে কেকেআর। স্লোগান ছিল, যত ছয়, তত চারাগাছ। কেকেআরের সৌজন্যে শুক্রবার ভিন্ন মেজাজে নাইটরা। ইডেন লাগোয়া এলাকায় চারাগাছ লাগালেন লিন, সূর্যকুমাররা। সঙ্গে ছিলেন নাইট কর্ণধারও। জানালেন, পরিবেশের স্বার্থে এরকম আরও উদ্যোগ নেওয়া হবে।
শনিবারের ম্যাচের আগে কেকেআরের অন্যতম অংশীদার বলে দিচ্ছেন, ‘‘এই ম্যাচে কলকাতার হয়েই গলা ফাটাব। মুম্বইকে হারালে আমরা প্রথম দুই দলের মধ্যে থেকে শেষ করব। আমি আত্মবিশ্বাসী যে, ছেলেরা সেটাই করে দেখাবে। মা কালীর কাছে প্রার্থনা করছি যেন মুম্বইকে হারিয়ে দিতে পারি।’’