#কলকাতা: সাজো সাজো রব নন্দন চত্বরে। চলছে শেষবেলার প্রস্তুতি। আজ শুরু হচ্ছে ২৩ তম কলকাতা চলচ্চিত্র উৎসব। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে গালা ওপেনিং। তাঁর আগে নন্দন চত্বরে শেষ তুলির টান।
সব মিলিয়ে চলচ্চিত্র সমারোহের উদ্বোধনের অপেক্ষায় নন্দন।
দেখলে চিনতে পারবেন না। পুরোপুরি ভোল পালটে গেছে। প্রতিবারেই কলকাতা চলচ্চিত্র উৎসবে সেজে ওঠে নন্দন চত্বর। কিন্তু এবার কলেবর অনেকটাই বেড়েছে। শুক্রবার নেতাজি ইন্ডোরে তেইশতম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। শনিবার থেকে সিনেপ্রেমীরা ভিড় করবেন নন্দনে। থাকবেন দেশ বিদেশের অতিথিরা। চলচ্চিত্র উৎসবকে যথার্থ আন্তর্জাতিক করে তুলতে নন্দন রবীন্দ্রসদন চত্বরে চলছে শেষ তুলির টান।
বিশ্বের সেরা পরিচালকদের শোকেস করা হয়েছে এবারে চলচ্চিত্র উৎসবে। থাকবে সেমিনার, সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার সহ সিনেমা সংক্রান্ত নানা অনুষ্ঠান। প্রতিদিনই হাজার হাজার মানুষের সমাগম হবে এই চত্বরে।সব মিলিয়ে চলচ্চিত্র সমারোহের উদ্বোধনের অপেক্ষায় নন্দন।