• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • এসএসসি-র নবম-দশমে নিয়োগে ভুল, মামলাকারীকে ৪ সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

এসএসসি-র নবম-দশমে নিয়োগে ভুল, মামলাকারীকে ৪ সপ্তাহের মধ্যে নিয়োগের নির্দেশ হাইকোর্টের

File Photo

File Photo

 • Share this:

  #কলকাতা: এসএসসি-র নবম এবং দশমে নিয়োগ প্রক্রিয়ায় ভুল ৷ এসএসসি-কে সেই ভুল ধরিয়ে দিল কলকাতা হাইকোর্ট ৷

  মামলাকারীকে ৪ সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে ৷ মঙ্গলবার এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি মৌসুমী ভট্টাচা‍র্য ৷

  তবে, সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করতে চলেছে এসএসসি ৷ সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে এসএসসি ৷

  প্রসঙ্গত, একাধিক ইস্যুতে রাজ্যে এসএসসি জট অব্যাহত ৷ মেধা তালিকায় নাম ওঠা স্বত্ত্বেও মিলছে না চাকরি ৷ এই অভিযোগের ভিত্তিতে এবং চাকরির দাবিতে গত বৃহস্পতিবার থেকে মেয়োরোডে অনশনে বসেছেন চাকরিপ্রার্থীরা ৷

  First published: