কলকাতা: শুভেন্দু অধিকারীর কনভয়ে মৃত্যু মামলায় এবার কেস ডায়েরি তলব করল কলকাতা হাইকোর্ট। জেড ক্যাটাগরির সুরক্ষা নিয়েও রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার৷ জানা গিয়েছে, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনও কনভয় সুরক্ষা কর্মীকে ডাকবে না পুলিশ।
এদিন এজলাসে রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় আদালতে বলেন, ‘‘শুভেন্দু অধিকারীর কনভয়ে দুর্ঘটনায় মৃত্যু অত্যন্ত গুরুতর ঘটনা। সেইকারণেই এই ঘটনার তদন্তভার CID কে হস্তান্তর করা হয়েছে।’’ কিন্তু, গাড়ি দুর্ঘটনার মতো বিষয়ে কেন CID কে তদন্তভার দেওয়া হল, তা শুনেই বিস্ময়প্রকাশ করেন বিচারপতি রাজাশেখর মান্থা।
আরও পড়ুন: প্রধান বিচারপতির শপথগ্রহণ অনুষ্ঠানে পাশাপাশি শুভেন্দু-ফিরহাদ! দেখা মমতার সঙ্গেও
রাজ্যের যুক্তি, দুর্ঘটনায় মৃত্যুর পর আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যরকম তৈরি হয়। সেই কারণেই এই ঘটনার গুরুত্ব রয়েছে বলে আদালতকে জানান রাজ্যের আইনজীবী। সব শুনে বিচারপতি রাজাশেখর মান্থার মন্তব্য, ‘‘সিআইডি কেন? আরও বেশি কিছু দেওয়া দরকার!’’ তারপরেই বিচারপতি মান্থা মৌখিক নির্দেশে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকে জিজ্ঞাসাবাদ নয়।
সম্প্রতি দিঘা নন্দকুমার জাতীয় সড়কের কাছে চণ্ডীপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ভৈরবপুরের বাসিন্দা ইসরাফিল খানের। শুভেন্দু অধিকারীর কনভয়ের গাড়ির ধাক্কায় ওই মৃত্যু হয়েছে বলে অভিযোগ৷ সেই অভিযোগে, নিহতের বাবা সফিরউদ্দিন চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেন। শুরু রাজনৈতিক চাপানউতর। মৃত যুবকের মৃতদেহ নিয়ে শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে প্রতিবাদ মিছিলও করে তৃণমূল। এই ঘটনায় শুভেন্দুর কনভয়ের এক গাড়ির চালককেও গ্রেফতার করে পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।