#কলকাতা: সুষ্ঠ পঞ্চায়েত ভোটের দাবিতে কংগ্রেসের মামলা গ্রহণ করেছে হাইকোর্ট ৷ শুক্রবার মামলা গ্রহণের পরই হলফনামার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ ১৬ এপ্রিলের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ৷
১৬ এপ্রিলের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ কংগ্রসের মামলায় হলফনামার নির্দেশ দেওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ ভোটের পক্ষেও সওয়াল করলেন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ৷ তিনি এসপিদের নির্দেশ দিয়েছেন, ‘ভোটপর্ব সুনিশ্চিত, শান্তিপূর্ণ করতে হবে ৷’ এর পাশাপাশি কোনওরকম গন্ডগোল হলেই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷
ইঙ্গিত মতোই পঞ্চায়েত ভোট ঘিরে লড়াই গড়ায় আদালতে ৷ পঞ্চায়েত ভোটে মনোনয়ন জমাকে কেন্দ্র করে দফায় দফায় হামলা চলেছে ৷ নির্বিচারে চলেছে গোলা-গুলিও ৷ সেই কারণেই সুষ্ঠ পঞ্চায়েত ভোট চেয়ে কেন্দ্রীয় বাহিনীসহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে কংগ্রেস ৷ অপরদিকে, এই একই দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে বিজেপি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Affidavit, Election Commission, Kolkata High court, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election