#কলকাতা: বিজেপির পথই অনুসরণ করল কংগ্রেস ৷ সুষ্ঠু পঞ্চায়েত ভোটের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হয় কংগ্রেস ৷ কেন্দ্রীয় বাহিনীসহ একাধিক দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে কংগ্রেস ৷ সেই মামলাই গ্রহণ করল হাইকোর্ট ৷
বৃহস্পতিবার হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের করে কংগ্রেস ৷ কংগ্রেসের হয়ে সুষ্ঠু পঞ্চায়েত ভোট চেয়ে হাইকোর্টে সওয়াল করেন রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী ৷ এই মামলাই গ্রহণ করে কলকাতা হাইকোর্ট ৷ কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য বলেন, ‘সুপ্রিম কোর্টের সঙ্গে এই মামলার যোগ নেই ৷ তাই মামলা গ্রহণ করা হল ৷’
অপরদিকে, এই মামলার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের হয়ে সওয়াল করলেন সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য ৷ তিনি বলেন,
মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ৷ নির্বিচারে চলছে গোলা-গুলি ৷ আক্রান্ত হচ্ছেন বিরোধী দলের নেতা নেত্রীরা ৷ মনোনয়ন জমা দিতে বাধাও দেওয়া হচ্ছে বলে অভযোগ উঠেছে ৷ বেশীরভাগ ক্ষেত্রেই অভিযোগের আঙুল উঠছে শাসকদলের বিরুদ্ধেই ৷ যদিও গতকাল তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সংঘর্ষর কথা স্বীকার করলেও ৷ বিরোধী দলকেই সংঘর্ষের জন্য দায়ী করেন তিনি ৷ তিনি বলেন, জেলায় জেলায় তৃণমূল কর্মীরাও আহত হচ্ছেন ৷ একইসঙ্গে সুষ্ঠ ভোটের জন্যও সওয়াল করেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Congress, Kolkata High court, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, South Bengal Panchayet election