Home /News /kolkata /
Durga Puja 2021|| করোনার প্রভাব দুর্গাপুজোয়! পুজো কি আদৌ হবে? ঠাকুরের বায়না কেমন? কুমোরটুলি যা বলছে...

Durga Puja 2021|| করোনার প্রভাব দুর্গাপুজোয়! পুজো কি আদৌ হবে? ঠাকুরের বায়না কেমন? কুমোরটুলি যা বলছে...

করোনার প্রভাব দুর্গাপুজোয়। ফাইল ছবি।

করোনার প্রভাব দুর্গাপুজোয়। ফাইল ছবি।

পুজো (Durga Puja 2021) আর মাত্র তিন মাস বাকি। কিন্ত এ বার উধাও কুমোরটুলির (Kumartuli) পরিচিত ব্যস্ততার ছবি।

  • Share this:

#কলকাতা: পুজো (Durga Puja 2021) আর মাত্র তিন মাস বাকি। কিন্ত এ বার উধাও কুমোরটুলির (Kumartuli) পরিচিত ব্যস্ততার ছবি। করোনা ভাইরাসের প্রভাব সমাজ অর্থনীতির সর্বত্র। বাদ পড়ছে না বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোও। কুমোরটুলিতে এ বার অনেক মৃৎশিল্পী তেমন ভাবে কাজ শুরু করে উঠতে পারেনি। বিশেষ করে যেসব মৃৎশিল্পী ছোট এবং মাঝারি পুজো কমিটিগুলোর বরাত পেয়ে থাকে, তারা এখনও বসে আছেন বরাত পাওয়ার অপেক্ষায়।

প্রতি বছর কুমোরটুলিতে দুর্গা প্রতিমা একটা বড় অংশের বরাত আসে দোল পূর্ণিমা, পয়লা বৈশাখ এবং অক্ষয় তৃতীয়ার দিনে। কিন্তু এ বছর বিধানসভা নির্বাচন তারপর করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বরাত এসেছে খুব কম। এরপর মে মাসের শুরু থেকে টানা লকডাউনের জেরে পুজো উদ্যোক্তারা কুমারটুলি মুখ হয়নি। তবে এখন অনেক পুজো কমিটির কর্মকর্তারা এসে বায়না করে যাচ্ছে। মৃৎশিল্পীরা আশা করছেন রথের দিন পরিচিত পুজো কমিটিগুলিও এসে ঠাকুরের জন্য বায়না করে যাবে। কিন্তু এখনও পর্যন্ত যারা এসেছেন সকলেই অন্যান্যবারের তুলনায় অনেক কম বাজেটে ঠাকুর চাইছেন।

শিল্পী খোকন পালের কথায়, 'সব পূজা কমিটি এ বার কম বাজেটের ঠাকুর বরাত দিচ্ছে। বিশেষ করে ছোট এবং মাঝারি পুজো কমিটিগুলোর বাজেট অনেক কম।' উত্তর কলকাতার অন্যতম বড় পুজো কাশি বোস লেন পুজো কমিটির উদ্যোক্তা সোমেন দত্ত বলেন, 'পুজো হবে, কিন্তু আড়ম্বর কতটা হবে সেটা এখনই বলতে পারছি না। কারণ গত ২০-২৫ বছর বড় কর্পোরেট সংস্থা গুলো কলকাতার পুজোয় যেরকম ভাবে অংশগ্রহণ করেছিল এ বার তারা কতটা করবে জানি না। কারণ গত এক-দেড় বছরের ব্যবসা-বাণিজ্যের অবস্থা আমরা সকলেই জানি।'

বাগুইহাটির একটি পুজো কমিটির কর্মকর্তা সুপ্রিয় রায় বলেন, 'গত বছর থেকেই বিজ্ঞাপন নেই। মূলত ডোনেশন আর চাঁদার উপর নির্ভর করেই আমাদের পুজো হয়েছিল। সরকারের পুজোর জন্য ৫০ হাজার টাকা অনুদান পেয়েছিলাম। আলোক সজ্জা-সহ অন্যান্য খরচ কমিয়ে হয়ে গিয়েছিল। এ বার চাঁদা, ডোনেশন মিলিয়ে যা হবে, তার সঙ্গে সরকারি অনুদান পেলেন অসুবিধেয় পড়তে হবে না।'

SOUJAN MONDAL

Published by:Shubhagata Dey
First published:

Tags: Durga Puja 2021

পরবর্তী খবর