#কলকাতা: শুক্রবার রাত সাড়ে ৯ টা। চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাস্তায় ধরা পড়ল এক করুণ ছবি। অ্যাম্বুল্যান্সের ভিতরে করোনা আক্রান্ত রোগী, সেই অ্যাম্বুল্যান্স ঠেলে নিয়ে যাচ্ছেন রোগীর আত্মীয়রা!
১০২ নম্বরের সরকারি অ্যাম্বুল্যান্স করোনা রোগীকে নিয়ে যাচ্ছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল। মাঝপথেই বিকল হয়ে পড়ে অ্যাম্বুল্যান্সের ইঞ্জিন। তখনও কলকাতা মেডিক্যাল পৌঁছতে পাড়ি দিতে হবে অনেকটা রাস্তা! উপায় কী? কীভাবে রোগী পৌঁছবেন হাসপাতালে ? এগিয়ে এলেন রোগীর আত্মীয়রা! 'ছুঁৎমার্গ' ভুলে সাহায্য করলেন স্থানীয়রাও। সবাই মিলে ঠেলতে লাগলেন অ্যাম্বুল্যান্স। চাঁদনি চক, সেন্ট্রাল অ্যাভিনিউ, ইডেন হসপিটাল রোড পেরিয়ে কলকাতা মেডিক্যাল কলেজে অ্যাম্বুল্যান্স পৌঁছানো হল ঠেলে ঠেলেই।
ARNAB HAZRA