#কলকাতা: খাস কলকাতার ব্যবসায়ীর রহস্য মৃত্যু | দেহ মিলল ঝাড়খণ্ডের জামতাড়া এলাকায় | ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে | শোকস্তব্ধ পরিবারের সদ্যস্যরা | কলকাতায় নিউ মার্কেটে রফি আহমেদ কিদওয়াই রোডের এক ব্যবসায়ীর রহস্য মৃত্যু ঝাড়খণ্ডের জামতাড়াতে | মিহির জাম থানা সুত্রে খবর, পুলিশ পরিবারকে জানিয়েছে গলা কেটে হত্যা করা হয়েছে ওই ব্যাবসায়ীকে| পুলিশ সূত্রে খবর, নিহতের নাম, সাইফ খান (37 ) বছর বয়স। তাঁর দেহ ঝাড়খণ্ডের জামতাড়াতে একটি রাস্তার পাশে ক্ষেতের মধ্যে পাওয়া গিয়েছে |
নিহতের দাদা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধেতে সাইফ বেরোন বাড়ি থেকে | তারপর আর বাড়িতে ফেরেননি | বুধবার জামতারা পুলিশ জানায় একটি দেহ মিলেছে ক্ষেতের মধ্যে | খুন করা হয়েছে | এরপর পরিবারের সদ্স্যরা নিউ মার্কেট থানায় যান | পুরো বিষয়টি জানান | কলকাতা পুলিশ মিহি জাম থানার সঙ্গে যোগাযোগ রাখছে | নিহতের স্ত্রী সায়েরা খান জানান, কীভাবে কলকাতা থেকে জামতারা গিয়ে খুন হলো বুঝতে পারছিনা | দোষীদের কঠোর শাস্তি চাই | কেন খুন করল জানিনা | ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবারের সদ্যসরা |
পুলিশ সূত্রে খবর, মোবাইলের লাস্ট লোকেশন খিদিরপুরে পাওয়া যায় মঙ্গলবার রাত ৯টা ১৮ মিনিট নাগাদ | তারপর থেকে ফোন বন্ধ | পার্কস্ট্রিট এলাকায় লাস্ট দেখতে পাওয়া যায় ওই ব্যাবসায়ীকে মঙ্গলবার | পেশায় প্রোমোটার ওই ব্যবসায়ীর সঙ্গে কারও শত্রুতা ছিল কিনা পুলিশ খতিয়ে দেখছে | পরিবারের দাবি, পুলিশ জানিয়েছে, ওই ব্যাবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে | নিউ মার্কেটে ব্যবসায়ীর রহস্য মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন উঠছে - কী করে কলকাতা থেকে জামতাড়া পৌঁছলো ওই ব্যাবসায়ী? মোবাইলে লাস্ট লোকেশন খিদিরপুর কেন? ওই ব্যবসায়ীকে শেষ বার পার্কস্ট্রিট এলাকায় দেখা গিয়েছিল| তাহলে সেখান থেকে খিদিরপুরে ফোনের টাওয়ার লোকেশন কী করে? তাহলে কি আততায়ীরা ফোন নিয়ে গিয়ে বন্ধ করে দিয়েছিল ? কারও সাথে ব্যবসায়ীকে শত্রুতা ছিল? কারও সাথে টাকা নিয়ে ঝামেলা হয়েছিল? পরিচিত কেউ আছে জড়িয়ে? জামতাড়ায় গলা নলি কাটা দেহ রাস্তা পাশে জমি খেত থেকে উদ্ধার | তাহলে কি ওখানে খুন? নাকি অন্য কোথাও খুন করে জমিতে ফেলা হয়েছে? খুনের পিছনে কি রহস্য লুকিয়ে? প্রতিহিংসার কারণে খুন নাকি ব্যাবসায়ীক শত্রুতা নাকি অন্য কোনো রহস্য রয়েছে? কলকাতায় কোনো পরিচিত আততায়ীদের সঙ্গে কি যুক্ত ছিল? ইতিমধ্যে দেহটি সনাক্ত করেছে নিহতের পরিবারের সদ্যস্যরা, দাবি নিহতের আত্মীয়া আরশাদ খানের | গোটা বিষয়ে তদন্ত করছে পুলিশ | দেহ ময়নাতদন্ত করা হয়েছে | ঠিক কী রহস্য রয়েছে এর পিছনে খতিয়ে দেখছে পুলিশ |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।