#কলকাতা: আজ শহরে আমিত শাহ। CAA-র সমর্থনে শহীদ মিনারের সামনে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের সফরের প্রতিবাদে সরব বাম-কংগ্রেসের ছাত্র সংগঠনগুলি। সকাল থেকে প্রতিবাদ কর্মসূচি রয়েছে আরও বেশ কয়েকটি সংগঠনের। মেট্রো চ্যানেল, পার্ক সার্কাস, গড়িয়াহাট মোড়ে রয়েছে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ দেখানো হবে এন্টালি মার্কেট, যাদবপুর এইট বি, বেহালা চৌরাস্তা, খিদিরপুরেও। এছাড়াও কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট, শ্যামবাজার, ফুলবাগান, এয়ারপোর্ট ১ নম্বর গেটের সামনে রয়েছে বিক্ষোভ কর্মসূচি।নাগরিকত্ব সংশোধনী আইন পেশের পর আজ রাজ্যে প্রথমবার অমিত শাহ। সভা করবেন শহিদ মিনারে। পুরভোট তো বটেই, আগামী বছর বিধানসভা ভোটে CAA অন্যতম ইস্যু। আজ সেই ভোট যুদ্ধের দামামা বাজিয়ে দেবেন নরেন্দ্র মোদির সেনাপতি। বিজেপি সূত্রে এমনই খবর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।