হোম /খবর /কলকাতা /
CAA-র সমর্থনে শহীদ মিনারে অমিত শাহর সভা, শহরজুড়ে বিক্ষোভ কর্মসূচি

CAA-র সমর্থনে শহীদ মিনারে অমিত শাহর সভা, শহরজুড়ে বিক্ষোভ কর্মসূচি

শাহের সফরের প্রতিবাদে সরব বাম-কংগ্রেসের ছাত্র সংগঠনগুলি।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: আজ শহরে আমিত শাহ। CAA-র সমর্থনে শহীদ মিনারের সামনে সভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের সফরের প্রতিবাদে সরব বাম-কংগ্রেসের ছাত্র সংগঠনগুলি। সকাল থেকে প্রতিবাদ কর্মসূচি রয়েছে আরও বেশ কয়েকটি সংগঠনের। মেট্রো চ্যানেল, পার্ক সার্কাস, গড়িয়াহাট মোড়ে রয়েছে বিক্ষোভ কর্মসূচি। বিক্ষোভ দেখানো হবে এন্টালি মার্কেট, যাদবপুর এইট বি, বেহালা চৌরাস্তা, খিদিরপুরেও। এছাড়াও কলেজ স্কোয়ার, কলেজ স্ট্রিট, শ্যামবাজার, ফুলবাগান, এয়ারপোর্ট ১ নম্বর গেটের সামনে রয়েছে বিক্ষোভ কর্মসূচি।নাগরিকত্ব সংশোধনী আইন পেশের পর আজ রাজ্যে প্রথমবার অমিত শাহ। সভা করবেন শহিদ মিনারে। পুরভোট তো বটেই, আগামী বছর বিধানসভা ভোটে CAA অন্যতম ইস্যু। আজ সেই ভোট যুদ্ধের দামামা বাজিয়ে দেবেন নরেন্দ্র মোদির সেনাপতি। বিজেপি সূত্রে এমনই খবর।দেশজুড়ে CAA বিরোধী বিক্ষোভ। তবে রাজ্যে CAA -কেই আঁকড়ে ধরতে চাইছে রাজ্য বিজেপি। রাজ্যের ভোটযুদ্ধে CAA-কে হাতিয়ার করেই এগোনোর ভাবনা গেরুয়া শিবিরের।রাজ্যে CAA কার্যকর না করা নিয়ে অনড় মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন। বিধানসভায় পাশ হয়েছে CAA বিরোধী প্রস্তাব। এই পরিস্থিতিতে CAA নিয়ে বার্তা দিতে কলকাতায় অমিত শাহের সভা।CAA নিয়ে দেশজুড়ে বিক্ষোভ। এই পরিস্থিতির জন্য বিরোধীদের দিকেই আঙুল তুলেছেন শাহ।

CAA-কে হাতিয়ার করেই এরাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির। আগামী এপ্রিলেই রাজ্যে পুরভোটের সম্ভাবনা। ২০২১-এ বিধানসভার লড়াই। তাই রবিবারের সভা থেকে ভোটের রণকৌশল নিয়েও বার্তা দেবেন অমিত শাহ।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Amit Shah, CAA, Kolkata, Protest