#কলকাতা: করোনা আবহে জানুয়ারি মাসে হচ্ছে না আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ২৪ ডিসেম্বর পাবলিশার্স ও বুকসেলার্স গিল্ডের বৈঠকে সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি ও আন্তর্জাতিক মান মাথায় রেখেই সিদ্ধান্ত গিল্ডের। আন্তর্জাতিক ক্যালেন্ডার মেনে 27 জানুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত 45 তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা হওয়ার কথা ছিল। বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও বাংলাদেশ মহাযুদ্ধের 50 বছরকে মাথায় রেখে এবারের ফোকাল থিম বাংলাদেশ। গিল্ডের সাধারণ সম্পাদক( সাম্মানিক) ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, " জানুয়ারীতে হচ্ছে না। আন্তর্জাতিক অন্যান্য বইমেলাও পিছিয়ে দেওয়া হয়েছে। আমরাও কয়েকমাস পিছিয়ে দিলাম। ভ্যাক্সিন এলে সুস্থ পৃথিবীতে এই বইমেলা হবে।"শুধু বাংলাদেশ নয়, ব্রিটেন, রাশিয়া, অস্ট্রেলিয়া আমেরিকার প্রতিনিধিদের সঙ্গেও কথা বলেছে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। আন্তর্জাতিক বিমান বন্ধ থাকায় বইমেলায় আমাদের অংশ নেওয়া নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে তাঁরা জানিয়েছেন, কয়েক মাস পরে করোনার প্রকোপ কমলে বইমেলা হলে তারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারবেন। তাই কয়েক মাস পরে প্রকোপ কমলে বইমেলা করার বিষয়ে আয়োজকরা ভাবছেন। উল্লেখ্য,বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল তা 17 মার্চের বদলে 17 ডিসেম্বর পর্যন্ত চলবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kolkata